কলকাতা, 5 জানুয়ারি: সন্দেশখালির ঘটনার পর স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এমনই দাবি করেছে রাজভবনের একটি সূত্র । রেশন দুর্নীতি মামলায় উত্তর 24 পরগনার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল ৷ প্রয়োজনে রাজ্যপাল হিসাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন বলে চরম বার্তাও দিয়েছেন তিনি ৷
সন্দেশখালিতে শুক্রবার তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি'র আধিকারিকরা ৷ সংবাদমাধ্যমের উপরও হামলার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় এ দিন সকালেই উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, ইডির আধিকারিকদের এই হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা উচিত ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই এই নিয়ে মুখ খুললেন রাজ্যপাল আনন্দ বোস ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনের কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি । রাজধর্ম পালনেরও বার্তা দিয়েছেন রাজ্যপাল । রাজভবন সূত্রে খবর, ঘটনার জেরে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তলব করেছেন রাজ্যপাল ৷
এ দিন রাজ্যপাল বলেন, "যে ভাঙচুর ও হিংসার ঘটনা ঘটেছে তা কখনওই কাম্য নয় । রাজ্য সরকার তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে । ফলে ভারতীয় সংবিধান তার রীতি রেওয়াজ এবং নিয়ম অনুযায়ী অবশ্যই দায়িত্ব পালন করবে । রাজ্যপাল হিসেবে এবং সাংবিধানিক দায়-দায়িত্ব যথাসময়ে নিয়ম মেনে পালন করা হবে । রাজ্যজুড়ে গুন্ডাদের দ্বারা জঙ্গল রাজত্ব চলছে । বাংলায় সেই জঙ্গলরাজ চলতে দেওয়া হবে না। জঙ্গল রাজত্বের অবসান বাংলায় হবেই । তার শেষের শুরু এখন থেকেই হচ্ছে ।"
রাজ্যপাল এদিন আরও বলেন, “আইনশৃঙ্খলা বজায় রাখার দায় রাজ্য সরকারের। সরকার চোখ খুলুক এবং বাস্তবটা দেখুক। নির্বাচনের আগে এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি কাম্য নয়। রাজ্য সরকার তার কর্তব্য পালনে ব্যর্থ হলে দেশের সংবিধান পদক্ষেপ করবে।”