কলকাতা, 19 জুন : গড়িয়ায় মৃতদেহ টেনে হিঁচড়ে গাড়িতে তোলার ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কলকাতা পৌরনিগম ও স্বরাষ্ট্র দপ্তরের দিকে আঙুল তুলে চিঠিতে তিনি লেখেন, "এখনও ওই পচাগলা মৃতদেহগুলির কোনও তথ্য পেলাম না । মানুষকে শান্ত করতে এবিষয়ে আমাদের দু'জনেরই ক্ষমা চাওয়া উচিত ।"
গড়িয়া শ্মশানে মৃতদেহ গাড়িতে তোলার ভিডিয়ো নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ বিষয়টি বর্বরতার সমান বলে টুইট করেছিলেন রাজ্যপাল । তখন তিনি লেখেন, "মৃতদেহগুলিকে এভাবে টেনে নিয়ে যাওয়ার অকল্পনীয় ভয়াবহ দৃশ্য আমাদের হতাশ করেছে ৷ এমন বর্বরতা মানবতার কলঙ্ক ৷ জনসাধারণের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত ৷" যদিও ভিডিয়োটিকে ভুয়ো বলে দাবি করেছেন অনেকেই ৷ সেই নিয়েও টুইট করেন তিনি ৷ রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, "ভিডিয়োটিকে ভুয়ো বলে বর্ণনা করাটা অমার্জনীয় ভুল ৷ যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ভিডিয়োটিকে ভুয়ো বলছেন তাঁরা জানেন না সাধারণ মানুষের ক্রোধ কোথায় গিয়ে পৌঁছাতে পারে ৷ প্রতিক্রিয়া দেওয়ার আগে একবার ভাবুন ওই 14টি দেহের মধ্যে একজন যদি আপনার পরিবারের কেউ হত ?"