কলকাতা, 11 অক্টোবর : ভারতীয় ফুটবলের পিতামহের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । অশতিপর প্রদীপকুমার ব্যানার্জির সঙ্গে বিজয়ার কুশল বিনিময় করলেন ৷ জানতে চাইলেন শরীর-স্বাস্থ্যের কথা ৷
কিছুটা অপ্রত্যাশিতভাবেই গতকাল বিকেলে বিধাননগরে প্রদীপকুমার ব্যানার্জির বাড়িতে উপস্থিত হন রাজ্যপাল । বিজয়ার কুশল বিনিময় করেন ৷ পরে পি কে ব্যানার্জির শরীর কেমন আছে তা জানতে চান ৷ কয়েকমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন প্রাক্তন ফুটবলার । এতটাই অসুস্থ যে বাড়ির উলটো দিকের মাঠটাতেও আর হাঁটা হয় না ৷