কলকাতা , 21 সেপ্টেম্বর : পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কয়েকদিন আগে আল কায়দা জঙ্গি গ্রেপ্তারের পরই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আক্রমণ করেছিলেন তিনি ৷ প্রশ্ন তুলেছিলেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও ৷ আজ ফের তিনটি টুইট করে পুলিশের ভূমিকার সমালোচনা করেন ৷
দু’দিন আগেই আল কায়দা জঙ্গি গ্রেপ্তার নিয়ে DGP-র বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছিলেন, DGP বাস্তব থেকে অনেক দূরে । যা যথেষ্ট বিরক্তিকর । আজ ফের টুইটারে তিনি লেখেন , ’’আইনশৃঙ্খলা নিয়ে কোনও গুরুত্বই নেই ৷ রাজ্য ইতিমধ্যে সন্ত্রাস, অপরাধ, বোমা তৈরির নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে ৷ আশা করি তিনি (DGP) বাস্তব পরিস্থিতি বুঝেই চেষ্টা করছেন ৷’’
রাজ্যপাল আরও লেখেন, "আমি যখন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে DGP-র কাছে জানতে চাই তখন তিনি দু'টি বাক্যে উত্তর দিয়েছিলেন । বলেছিলেন, রাজ্যের পুলিশ আইনশৃঙ্খলা মেনেই কাজ করে । কারও প্রতি কোনও বৈষম্যমূলক ব্যবহার করা হয় না ।"