পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rampurhat Massacre : নীরব দর্শক হয়ে বসে থাকব না, রামপুরহাট কাণ্ডে মমতাকে পাল্টা চিঠি রাজ্যপালের - Rampurhat Massacre

রামপুরহাট কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিয়ে তাঁর অতীত আন্দোলনের কথা স্মরণ করালেন রাজ্যপাল (Jagdeep Dhankhar Tweet) জগদীপ ধনকড় (Dhankhar's reply to Mamata over Rampurhat Arson) ৷ জানিয়ে দিলেন, তিনি নীরব দর্শক হয়ে বসে থাকবেন না ৷

Rampurhat Massacre News
রামপুরহাট কাণ্ডে মমতার চিঠির জবাবে তাঁর অতীত স্মরণ করালেন রাজ্যপাল

By

Published : Mar 23, 2022, 11:37 AM IST

Updated : Mar 23, 2022, 12:24 PM IST

কলকাতা, 23 মার্চ: রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভিডিয়ো বার্তার বিরোধিতা করে তাঁকে সরাসরি কড়া চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ বার তাঁকে পাল্টা জবাব দিলেন রাজ্যপাল (Dhankhar's reply to Mamata over Rampurhat Arson) ৷ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সেই চিঠির প্রতিলিপি নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন ধনকড় (Jagdeep Dhankhar Tweet) ৷ সেখানে রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন তাঁরই অতীতের আন্দোলনের কথা ৷

টুইটে রাজ্যপাল (Rampurhat Bagtui village Incident) লিখেছেন, "সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে খারাপ রামপুরহাটের ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে 6 জন মহিলা ও 2 শিশুকে ৷ সেই ঘটনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ৷" মমতা যখন রাজ্যে বিরোধী দলের প্রতিনিধি ছিলেন, তখন রাজ্যে ঘটা বিভিন্ন ঘটনার সঙ্গে এই বর্বরতাকে অনেকেই যুক্তিসঙ্গত ভাবে তুলনা করছেন বলে মন্তব্য করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar's reply to Mamata Banerjee's letter)৷ মমতার চিঠির প্রতিটি কথা তুলে ধরে তার জবাব দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:Mamata sends Letter to Dhankhar : রামপুরহাট কাণ্ড নিয়ে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া চিঠি

রামপুরহাট কাণ্ডে মঙ্গলবার সকালে ভিডিয়ো বিবৃতি দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপালের সেই বক্তব্যকে অসাংবিধানিক বলে অভিযোগ করে সন্ধেতেই তাঁকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে তিনি লেখেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য অসাংবিধানিক । রামপুরহাটের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর । ঘটনার পরেই রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেছে ।" তারই জবাব দিয়ে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপালের অভিযোগ, রামপুরহাটের মতো বর্বর ঘটনায় প্রতিক্রিয়া জানানোর জন্য তাঁর প্রতি বরাবরের মতো অভিযোগ করার নীতিই নিয়েছেন মমতা ৷ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও তিনি রাজভবনে নীরব দর্শক হয়ে বসে থাকতে পারবেন না বলে চিঠিতে জানিয়েছেন ধনকড় ৷ মমতাকে কটাক্ষ করে তিনি লিখেছেন, "কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমাদের রাজ্য শান্তিপূর্ণ, আপনার এই দাবি প্রহসন ছাড়া আর কিছুই নয়...পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে, আইনের শাসন নয় - মানবাধিকার কমিশনের এই পর্যবেক্ষণই এখানকার বাস্তবটা সবার সামনে প্রকাশ করে দিয়েছে ৷"

রাজ্যপালকে লেখা চিঠিতে মমতা লিখেছিলেন, "এই সব ঘটনার ক্ষেত্রে তাড়াতাড়ি এবং অনভিপ্রেত মন্তব্য না হওয়াই বাঞ্ছনীয় । যদিও আপনি আপনার টুইটার হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন, যার উদ্দেশ্য এমন একটা ভাবমূর্তি তৈরি করা যাতে স্পষ্ট হয় এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই । সাংবিধানিক পদে থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত, অনাকাঙ্খিত এবং দুর্ভাগ্যজনক ।" এই মন্তব্যের প্রেক্ষিতে ধনকড়ের বিদ্রুপ, এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের আখ্যা দিয়ে সাংঘাতিক এই অপরাধের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ৷

আরও পড়ুন:Mamata sends Letter to Dhankhar : রামপুরহাট কাণ্ড নিয়ে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া চিঠি

মুখ্যমন্ত্রী বলেছিলেন, তদন্তেই উঠে আসবে কারা এই ঘটনার পেছনে রয়েছে ৷ এই মন্তব্যকে উপহাস করে রাজ্যপালের অভিযোগ, এই রাজ্যে রাজনীতির খাঁচায় বন্দি থেকে তদন্ত চালানো হয় ৷ যার উপর মানুষের কোনও আস্থা নেই ৷ রাজ্যের বিভিন্ন ঘটনার ক্ষেত্রে স্বাধীন ভাবে তদন্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ রামপুরহাটের তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলে রাজ্যপাল লিখেছেন, "জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে সিটের উপর বিশ্বাস রাখা যায় না ৷ অপরাধীদের পালানোর পথ করে দিতে এবং গোট ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই সিট গঠন করা হয়েছে ৷"

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বর্বর কোনও ঘটনা ঘটলে কেন ধনকড় তা নিয়ে নীরব থাকেন, শাসক দলের এই প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেছেন, তিনি এ রাজ্যের রাজ্যপাল ৷ পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তিনি দায়বদ্ধ ৷ সবসময় রাজ্যপালের ভুল না ধরে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যবাসীর স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের শাসন প্রতিষ্ঠা করতে তৎপর হওয়া উচিত বলে চিঠিতে কড়া ভাষায় লিখেছেন রাজ্যপাল ৷

Last Updated : Mar 23, 2022, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details