কলকাতা, 23 মার্চ: রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভিডিয়ো বার্তার বিরোধিতা করে তাঁকে সরাসরি কড়া চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ বার তাঁকে পাল্টা জবাব দিলেন রাজ্যপাল (Dhankhar's reply to Mamata over Rampurhat Arson) ৷ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সেই চিঠির প্রতিলিপি নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন ধনকড় (Jagdeep Dhankhar Tweet) ৷ সেখানে রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন তাঁরই অতীতের আন্দোলনের কথা ৷
টুইটে রাজ্যপাল (Rampurhat Bagtui village Incident) লিখেছেন, "সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে খারাপ রামপুরহাটের ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে 6 জন মহিলা ও 2 শিশুকে ৷ সেই ঘটনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ৷" মমতা যখন রাজ্যে বিরোধী দলের প্রতিনিধি ছিলেন, তখন রাজ্যে ঘটা বিভিন্ন ঘটনার সঙ্গে এই বর্বরতাকে অনেকেই যুক্তিসঙ্গত ভাবে তুলনা করছেন বলে মন্তব্য করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar's reply to Mamata Banerjee's letter)৷ মমতার চিঠির প্রতিটি কথা তুলে ধরে তার জবাব দিয়েছেন তিনি ৷
রামপুরহাট কাণ্ডে মঙ্গলবার সকালে ভিডিয়ো বিবৃতি দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপালের সেই বক্তব্যকে অসাংবিধানিক বলে অভিযোগ করে সন্ধেতেই তাঁকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে তিনি লেখেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য অসাংবিধানিক । রামপুরহাটের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর । ঘটনার পরেই রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেছে ।" তারই জবাব দিয়ে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপালের অভিযোগ, রামপুরহাটের মতো বর্বর ঘটনায় প্রতিক্রিয়া জানানোর জন্য তাঁর প্রতি বরাবরের মতো অভিযোগ করার নীতিই নিয়েছেন মমতা ৷ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও তিনি রাজভবনে নীরব দর্শক হয়ে বসে থাকতে পারবেন না বলে চিঠিতে জানিয়েছেন ধনকড় ৷ মমতাকে কটাক্ষ করে তিনি লিখেছেন, "কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমাদের রাজ্য শান্তিপূর্ণ, আপনার এই দাবি প্রহসন ছাড়া আর কিছুই নয়...পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে, আইনের শাসন নয় - মানবাধিকার কমিশনের এই পর্যবেক্ষণই এখানকার বাস্তবটা সবার সামনে প্রকাশ করে দিয়েছে ৷"