কলকাতা, 20 জুন : গতকালই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন ৷ মাঝে একদিনের ব্যবধান ৷ আগামীকাল ফের সফরে বেরিয়ে পড়ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এবার গন্তব্যস্থান উত্তরবঙ্গ ৷ সস্ত্রীক এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল ৷ আজ নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷
অনেকদিন থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আসছেন জগদীপ ধনকড় ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ সম্প্রতি, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন ৷ ভোট পরবর্তী হিংসা অধ্যুষিত এলাকায় গিয়েছেন ৷ এদিকে কয়েকদিন আগেই রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি বিধায়কদের হুমকির অভিযোগ, ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো সহ একাধিক দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হন তিনি ৷ দিনটা ছিল 14 জুন ৷ এর ঠিক একদিন পর অর্থাৎ 16 জুন দিল্লির উদ্দেশে রওনা হন রাজ্যপাল ৷ দিল্লিতে গিয়েই একের পর এক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করেন ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করেন ৷ অমিত শাহের সঙ্গে দু'দিন বৈঠকও করেন ৷