পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"পুলিশ শাসকদলের কর্মীদের মতো কাজ করছে", ফের সরব রাজ্যপাল - মমতাকে উল্লেখ করে টুইট রাজ্যপালের

পুলিশ শাসকদলের রাজনৈতিক কর্মীর মতো কাজ করছে বলে অভিযোগ তুলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য জানতে চেয়ে মমতাকে উল্লেখ করে টুইটে ভিডিয়ো বার্তা রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷

Jagdeep Dhankhar
জগদীপ ধনকড়

By

Published : Jul 23, 2020, 2:38 PM IST

কলকাতা, 23 জুলাই : টুইটারে ভিডিয়ো বার্তার মাধ্যমে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ওই ভিডিয়োয় রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য জানতে চান তিনি ৷

আমফান দুর্নীতি থেকে শুরু করে হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সবক্ষেত্রেই রাজ্যকে আক্রমণ করতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ তৃণমূলের 21 জুলাই ভার্চুয়াল সমাবেশের আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন রাজ্যপাল ৷ টুইট করে নিজেই সেকথা জানিয়েছিলেন ৷ টুইটে তিনি লেখেন, "রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ৷ পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ আমার কাছে অগ্রাধিকার পাবে ৷ তাদের দুর্দশা দেখে আমি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছি ৷ মানুষের স্বার্থে আমি নিয়োজিত ৷ সংবিধানকে রক্ষা করা আমার কর্তব্য ৷"

রাজ্যপালের আক্রমণের একাধিকবার পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকেও রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তিনি বলেন, "দিল্লির এক তাঁবেদার বলেছিলেন, উপাচার্যদের শোকজ় করবেন ৷ আমি বলেছি, ক্ষমতা থাকলে শোকজ় করে দেখান ৷ গায়ে হাত দিয়ে দেখান ৷ তারপর দেখবেন, ছাত্র বিপ্লব কাকে বলে ৷"

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকালই কড়া ভাষায় টুইটারে প্রতিক্রিয়া দেন ধনকড় ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পরপর দুটি টুইট করেন ৷ প্রথম টুইটবার্তায় তিনি লেখেন, "15 জুলাই এবং 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন, তা দুর্ভাগ্যজনক । যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।"

এরপর অন্য একটি বার্তায় লেখেন, "সাংবিধানিক পদাধিকারীরা খঞ্জ নন । তাঁদের পা-ও মাটির তৈরি নয় । আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন । যৌথভাবে কাজ করার পরিবেশ তৈরি করে তাঁদের দুর্দশা দূর করতে সচেষ্ট হবেন ।"

আজ ফের টুইটে ভিডিয়ো বার্তায় সরব হন ধনকড় ৷ রাজ্যের আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, "রাজ্যপাল হিসেবে এ রাজ্যে আইনশৃঙ্খলার ক্ষেত্রে যে ব্যাপক অবনতি দেখা দিয়েছে তা নিয়ে আমি চিন্তিত ৷ কারণ পুলিশ রাজনৈতিক কর্মীর মতো কাজ করছে ৷ জনপ্রতিনিধি, বিরোধী দলগুলির সাংসদ ও বিধায়কদের জনসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে ৷ এটা অগণতান্ত্রিক ৷ এই পরিস্থিতিতে আমি যখন দেখতে পাচ্ছি সাংসদদের সঙ্গে খারাপ ব্যবহার করছে পুলিশ তখন আমি এই বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইব ৷ "

পুলিশের এই ব্যবহারের ফলে রাজ্যে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তার সুরাহার জন্য আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধও করেন তিনি ৷ ধনকড় বলেন, "আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবে সময় বের করে এই বিষয়ে যেন আমার সঙ্গে কথা বলেন ৷ আমি নিশ্চিত, এই বিষয়টিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন ৷ কারণ পুলিশ আইনানুগ আচরণ না করে শাসকদলের রাজনৈতিক কর্মীর মতো কাজ করবে তা আমরা কোনওমতেই মেনে নিতে পারি না ৷ "

একইসঙ্গে তিনি পুলিশকেও তাদের আচরণ নিয়ে হুঁশিয়ার করেন ৷ বলেন, "আমি বারংবার পুলিশদের হুঁশিয়ার করছি ৷ আইন অনুযায়ী কাজ করা ও নিয়ম মেনে চলা তাদের একমাত্র কর্তব্য ৷ আমি নিশ্চিত যে তারা আমার কথা শুনবে ও রাজনৈতিক কর্মীর মতো কাজ করা বন্ধ করবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details