পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর উদ্যোগে অংশগ্রহণের জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন রাজ্যপালের - লকডাউন

প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মসূচিতে নিজে বরাবর অংশ নিয়েছেন ৷ এবার প্রধানমন্ত্রীর উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অংশ নেওয়ার জন্য আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়

By

Published : Apr 5, 2020, 6:10 PM IST

কলকাতা, 5 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য যা করে চলেছেন তা প্রশংসনীয় ৷ তাঁর এই উদ্যোগে সকলের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর এই উদ্যোগে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অংশ নেওয়ার আবেদন জানালেন তিনি ৷ আজ সকালে টুইটে এই আবেদন করেন তিনি ৷

টুইটে লেখেন, "কোরোনার সঙ্গে ঐকবদ্ধ হয়ে গোটা বিশ্ব লড়াই করছে ৷ জনসংযোগ এখন আবশ্যিক নয় ৷ একা পদক্ষেপ করাটাও এখন ঠিক নয় ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) বর্তমানে বিশ্বব্যাপী প্রশংসিত ৷ জাতির স্বার্থে নরেন্দ্র মোদির এই উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অংশ নেওয়ার জন্য আবেদন জানাব ৷"

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদনই নয়, আজ রাত 9টায় রাজভবনের সব আলো বন্ধ করে মোমবাতি জ্বালাবেন বলেও জানান তিনি ৷ গতকাল টুইটে এই বার্তা দিয়ে তিনি লেখেন, "5 এপ্রিল রাত 9টায় রাজভবনের সব আলো 9 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হবে ৷ তারপর মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে রাজভবন আলোকিত করা হবে ৷"

3 এপ্রিল কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তহবিলে 15 লাখ টাকা দান করেন রাজ্যপাল ৷ প্রধানমন্ত্রীর তহবিলে পাঁচ লাখ ও মুখ্যমন্ত্রীর তহবিলে 10 লাখ টাকা দেন তিনি ৷ এছাড়া অনুদানের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খানের প্রশংসাও করেন ৷ কঠিন পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা যেভাবে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে তার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি ৷

এর আগে প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করেছেন রাজ্যপাল ৷ 21 দিনের লকডাউনের ঘোষণার পরই রাজভবনের সব কাজ বাতিল করে দিয়েছিলেন তিনি ৷ মানুষকে সুরক্ষিত ও সচেতন থাকতে বারবার অনুরোধও করেছেন ৷ "জনতা কারফিউ"-এর দিন নাগাড়া বাজিয়ে জরুরি পরিষেবায় যুক্তদের ধন্যবাদও জানাতে দেখা গিয়েছিল তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details