পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"লিভিং স্টেটসম্যান", বুদ্ধদেবের বাসভবনে রাজ্যপাল - Jagdeep Dhankhar meets Buddhadeb Bhattacharjee

বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁর সঙ্গে কথা বলেন রাজ্যপাল । তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কী কথা হয়েছে, তা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি রাজ্যপাল ।

Jagdeep Dhankhar meets Buddhadeb Bhattacharjee
বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

By

Published : Oct 24, 2020, 7:50 PM IST

Updated : Oct 24, 2020, 9:53 PM IST

কলকাতা, 24 অক্টোবর : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সন্ধে ছটা নাগাদ পাম অ্যাভিনিউয়ে বুদ্ধবাবুর বাসভবনে যান রাজ্যপাল । প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর করেন । প্রায় মিনিট কুড়ি সেখানে ছিলেন তিনি । কথা বলেন বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে ।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসজনিত সমস্যা হচ্ছে বলে রাজ্যপালকে জানান মীরাদেবী । অক্সিজেনও নিতে হচ্ছে তাঁকে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর চোখের অবস্থাও খুব একটা ভালো নয় ।

বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁর সঙ্গে কথা বলেন রাজ্যপাল । তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কী কথা হয়েছে, তা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি রাজ্যপাল । বলেন, "আমি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছিলাম । তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আমি জানিয়েছি ।" প্রাক্তন মুখ্যমন্ত্রীকে "লিভিং স্টেটসম্যান" বলে বর্ণনা করেন রাজ্যপাল ।

পাম অ্যাভিনিউ থেকে বেরিয়ে কী বললেন রাজ্যপাল ?

এর আগেও একবার সৌজন্য সাক্ষাৎ করতে রাজ্যপাল সস্ত্রীক গেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে । আজকের সৌজন্য সাক্ষাৎ রাজ্যপালের পূর্বনির্ধারিত সূচিতেই ছিল ।

শারীরিকভাবে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য । চারিদিকে বাড়তে থাকা কোরোনা সংক্রমণের জেরে তাঁকে বাড়ির মধ্যেই অতিরিক্ত সতর্কতার সঙ্গে রাখা হয়েছে ।

Last Updated : Oct 24, 2020, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details