কলকাতা, 3 এপ্রিল: কোরোনা আতঙ্কে লকডাউন ঘোষণার পর থেকেই রাজভবনের সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছেন রাজ্যপাল। বারবার জনসচেতনতায় বার্তা দিয়েছেন । এমনকী নাগাড়া বাজিয়ে জনতা কারফিউর দিন ধন্যবাদ জানিয়েছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের। এবার কোরোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তৈরি বিশেষ ত্রাণ তহবিলে 20 লাখ টাকা দান করলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর তহবিলে দিলেন 10 লাখ, আর প্রধানমন্ত্রীর তহবিলে 5 লাখ।
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 15 লাখ টাকা অনুদান রাজ্যপালের - প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন 5 লাখ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিলে 10 লাখ টাকা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । প্রধানমন্ত্রীর তহবিলে দিলেন 5 লাখ।
রাজভবনের সঙ্গে নবান্নের সম্পর্কে বারবার টানাপোড়েন তৈরি হয়েছে । নানা ইশুতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সংঘাত দেখা গেছে । তবে কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডে 10 লাখ টাকা দান করলেন তিনি। জানালেন, রাজ্যের লড়াইকে আরও জোরদার করতে কিছুটা পাশে থাকার চেষ্টা করলেন। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল PM কেয়ার্সেও 5 লাখ টাকা দেন রাজ্যপাল।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কোরোনার বিরুদ্ধে রাজ্যের লড়াইয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন। তিনি বলেন, "সবাই মিলে একসঙ্গে লড়াই করলে তবেই এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাবে পৃথিবী ।"