পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Governor Jagdeep Dhankhar : এখানে শাসকের আইনই আইন, শিক্ষা নিয়ে রাজ্যকে আক্রমণ রাজ্যপালের - রাজ্য সরকারকে আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আর সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিলেন (WB Governor Jagdeep Dhankhar criticises State Government over Education) ৷

WB Governor Jagdeep Dhankhar
রাজভবনে জগদীপ ধনকড়

By

Published : Dec 24, 2021, 1:18 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর : খালি টেবিল, চেয়ার ৷ অভ্যাগতদের অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যপাল ৷ এমন ছবি পোস্ট করে টুইট করলেন ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি ডাকার পরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আচার্য ও উপাচার্যরা তাঁর সঙ্গে দেখা করতে আসেননি ৷ এনিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ধনকড় (WB Governor Jagdeep Dhankhar criticises State Government over Education) ৷

একটি টুইটে তিনি খালি টেবিলের ছবি পোস্ট করে লেখেন, "রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের মধ্যে ঐক্য রয়েছে ৷ আর এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে দেখে মনে হচ্ছে আইন নয়, শাসকের আইনই আইন ৷ আচার্যের অনুমোদন ছাড়াই উপাচার্যদের নিযুক্ত করে মমতার সরকার ৷ আইনকে বিদ্রুপ করা হচ্ছে ৷ আইনি পদক্ষেপ করতে বাধ্য করা হচ্ছে ৷"

আরও পড়ুন : Dhankhar Tweets on Governor CM Constitutional Relation : রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সাংবিধানিক সম্পর্ক বোঝাতে টুইট ধনকড়ের

আরেকটি টুইটে রাজ্যপাল জানান, এটা খুবই দুর্ভাগ্যজনক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 11 জন আচার্য এবং উপাচার্যরা একটি রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেননি ৷ এই ঘটনায় তিনি 2020-র জানুয়ারি মাসে একই রকম পরিস্থিতির উল্লেখ করেন ৷ তখনও উপাচার্যদের রাজভবনে একটি বৈঠকে ডাকা হয়েছিল ৷ তিনি বলেন, "এই ঘটনাগুলো প্রশ্ন তুলছে ৷ এটা শাসকদলের শাসনের দিকে ইঙ্গিতবাহী এবং আইন নেই ৷ এরকমটা চলতে পারে না ৷"

রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, আচার্যকে এড়িয়ে উপাচার্যদের নিযুক্ত করে সরকার ৷ জগদীপ ধনকড় হুঁশিয়ারি দেন, "এবার আমি বাধ্য হব কড়া পদক্ষেপ করতে ৷ ইউজিসির এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখা উচিত ৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার সামগ্রিক পরিস্থিতির উন্নতিতে আমাদের মন দিত হবে ৷" তাঁর মতে এই বিষয়টি রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া যায় না ৷ দেশের আইনের সঙ্গে মানিয়ে চলতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details