কলকাতা, 12 মে : সম্প্রতি মালদা ও হুগলির দু'টি ঘটনা নিয়ে আজ BJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বৈঠকের পর রাজ্য়পাল বলেন, বর্তমান পরিস্থিতিতে সবকিছু নিয়ে রাজনীতি হচ্ছে । তাই সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকে নজর দিতে হবে ।
10 মে মালদার হরিশ্চন্দ্রপুরের চণ্ডীপুরে মূর্তি ভাঙার ঘটনা ঘটে । এর মাঝে হুগলির তেলিনিপাড়াতেও গোষ্ঠী সংঘর্ষ হয় । এই বিষয়গুলি নিয়ে আজ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়, সব্যসাচী দত্তের মতো BJP নেতা-নেত্রীর সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল ।