কলকাতা, 16 অগাস্ট : সংঘাত মেটার একটা ইঙ্গিত পাওয়া গেছিল ৷ স্বাধীনতা দিবসে ব্যারাকপুরের গান্ধিঘাটে গিয়ে রাজ্যকে সমন্বয়ের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বলেছিলেন, "রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে বিভেদ কাম্য নয় ৷" 24 ঘণ্টা পার হতেই ফের স্বমহিমায় দেখা গেল তাঁকে ৷ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় রাজভবনের চায়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকায় বিস্ময় প্রকাশ করলেন ধনকড় ৷ তাঁর মতে, সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক নজির স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ৷
স্বাধীনতা দিবসের দিন শ'খানেক অতিথিকে রাজভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কোরোনার কারণে যেখানে 15 অগাস্টের সরকারি অনুষ্ঠানে কাটছাঁট করা হয় ৷ সেখানে রাজভবনের হাই টি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মহলে ৷ শনিবার রেড রোডে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন ও কোরোনা যোদ্ধাদের সম্মান জানিয়েই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিত্য টুইট যুদ্ধ, বিবাদ-বিভেদ থাকলেও রাজভবনের নিমন্ত্রণ রক্ষা করতে সকালেই পৌঁছে যান মমতা ৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে 25 মিনিটের মতো আলোচনা সারেন ৷ জানিয়ে দেন, বিকেলে কাজ থাকার কারণেই সকালে এসেছিলেন ৷ এরপরই গুঞ্জন ওঠে, তাহলে কি রাজ্য-রাজ্যপাল সংঘাতে ইতি পড়তে চলেছে?