পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা-চক্রে অনুপস্থিত মমতা, ফের টুইট-খোঁচা রাজ্যপালের

কোরোনা আবহের মধ্যেও স্বাধীনতা দিবসের দিন শ খানেক অতিথিকে রাজভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কোরোনার কারণে যেখানে 15 অগাস্টের সরকারি অনুষ্ঠানে কাটছাঁট করা হয় ৷ সেখানে রাজভবনের হাই টি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মহলে ৷

মমতা অনুপস্থিতিতে ভাষা হারিয়ে ফেলেছেন হতবাক রাজ্যপাল
মমতা অনুপস্থিতিতে ভাষা হারিয়ে ফেলেছেন হতবাক রাজ্যপাল

By

Published : Aug 16, 2020, 11:12 AM IST

কলকাতা, 16 অগাস্ট : সংঘাত মেটার একটা ইঙ্গিত পাওয়া গেছিল ৷ স্বাধীনতা দিবসে ব্যারাকপুরের গান্ধিঘাটে গিয়ে রাজ্যকে সমন্বয়ের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বলেছিলেন, "রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে বিভেদ কাম্য নয় ৷" 24 ঘণ্টা পার হতেই ফের স্বমহিমায় দেখা গেল তাঁকে ৷ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় রাজভবনের চায়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকায় বিস্ময় প্রকাশ করলেন ধনকড় ৷ তাঁর মতে, সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক নজির স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ৷

স্বাধীনতা দিবসের দিন শ'খানেক অতিথিকে রাজভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কোরোনার কারণে যেখানে 15 অগাস্টের সরকারি অনুষ্ঠানে কাটছাঁট করা হয় ৷ সেখানে রাজভবনের হাই টি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মহলে ৷ শনিবার রেড রোডে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন ও কোরোনা যোদ্ধাদের সম্মান জানিয়েই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিত্য টুইট যুদ্ধ, বিবাদ-বিভেদ থাকলেও রাজভবনের নিমন্ত্রণ রক্ষা করতে সকালেই পৌঁছে যান মমতা ৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে 25 মিনিটের মতো আলোচনা সারেন ৷ জানিয়ে দেন, বিকেলে কাজ থাকার কারণেই সকালে এসেছিলেন ৷ এরপরই গুঞ্জন ওঠে, তাহলে কি রাজ্য-রাজ্যপাল সংঘাতে ইতি পড়তে চলেছে?

24 ঘণ্টা পার হতেই সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন প্রশ্নকর্তারা ৷ রবিবার সকালে রাজভবনের চা অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ্যপাল ৷ সঙ্গে ক্যাপশন, "স্বাধীনতা দিবসে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানের কিছু ঝলক ৷ মুখ্যমন্ত্রী ও তাঁর আধিকারিকরা অনুপস্থিত থেকে খারাপ উদাহরণ স্থাপন করেছেন ৷ সংবিধান থেকে দূরে থাকার আরও একটি বেদনাদায়ক দৃষ্টান্ত ৷" রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক হিংসা, শিক্ষাক্ষেত্র ও কোরোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল । এদিনও তিনি আরও লেখেন, "রাজ্যে রাজনৈতিক হিংসা ও হত্যার বাড়বাড়ন্তে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে ৷"

তিনি লেখেন, "রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আরও অনেকের মতো আমিও অবাক হয়েছি । দেশের স্বাধীনতা, গণতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রামীরা সর্বস্ব ত্যাগ করেছেন ৷ তাঁদের সম্মানার্থে আয়োজিত অনুষ্ঠানে আমাদের সব কিছুর ঊর্ধ্বে ওঠা উচিত । আমি ভাষা হারিয়ে ফেলেছি।"

ABOUT THE AUTHOR

...view details