কলকাতা, ২৯ মে: আমফানে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ধ্বংস হয়েছে সবুজ । শুধু কলকাতাতেই পাঁচ হাজারের বেশি গাছ উপড়ে পড়েছে । বিপুল পরিমাণে সবুজের ক্ষতি মেটাতে আজ রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাছে বৃক্ষরোপণের আবেদন জানালেন ৷ এই মর্মে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল । বিশ্ব পরিবেশ দিবসে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে যতটা সম্ভব বেশি বৃক্ষরোপণ করতে বলা হয়েছে । এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট ১৫ জুনের মধ্যে পাঠাতে বলা হয়েছে ৷
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করুন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে আবেদন রাজ্যপালের - সাইক্লোন আমফান
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪০ টির মতো গাছ ভেঙে বা উপড়ে গেছে । এদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের BT রোড ক্যাম্পাসে ৭০-টির কাছাকাছি গাছ উপড়ে পড়েছে ।
আমফান ও প্রাক বর্ষার ঝড়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়গুলিতেই গাছ নষ্ট হয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪০ টির মতো গাছ ভেঙে বা উপড়ে গেছে । এদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের BT রোড ক্যাম্পাসে ৭০-টির কাছাকাছি গাছ উপড়ে পড়েছে । অন্যান্য সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কম বেশি গাছ পড়েছে । এই পরিস্থিতিতে বেশি করে গাছ লাগানোর আবেদন জানিয়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিলেন জগদীপ ধনকড় । চিঠিতে বলা হয়েছে, "COVID-19 এবং আমফানের জেরে পশ্চিমবঙ্গ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । আমফানে রাজ্যের অনেকটা অংশে পরিবেশ ও বাস্তুসংস্থান সহ বহু ক্ষতি হয়েছে । এই পরিস্থিতিতে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে যত বেশি সম্ভব গাছ লাগানোর চেষ্টা করতে হবে । শুধু নতুন গাছ লাগানোই নয়, যে গাছগুলি রয়েছে তাদের বাঁচিয়ে রাখারও চেষ্টা করতে হবে । "
২০২০ সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম 'সেলিব্রেট বায়ো-ডাইভার্সিটি । সেদিকেও নজর দিতে বলা হয়েছে চিঠিতে । সব বিশ্ববিদ্যালয়কেই এই উদ্দেশ্যে উপযুক্ত পদক্ষেপ নিতে আবেদন করেছেন আচার্য । কী পদক্ষেপ নেওয়া হল ১৫ জুনের মধ্যে তার রিপোর্ট জমা করতে বলা হয়েছে ।