কলকাতা, 6 জুলাই: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত রাজ্যে যে সমস্ত হিংসা, হানাহানি ও হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস । সার্বিকভাবে রাজ্যের পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনারের অধীনে । রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যের শান্তি বজায় রাখতে যথাযথ ভূমিকা পালন করছেন না বা ব্যর্থ হচ্ছেন বলে এ দিন সরাসরি অভিযোগ করেছেন রাজ্যপাল । এ রকম পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে করা যায় এবং তার জন্য কী কী করণীয় সে বিষয়ে তিনি 8 দফা পরামর্শ দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ।
ধমকের সুরেই এ দিন রাজ্যপাল বলেন, "রাজ্য নির্বাচন কমিশনার সাহেব সঠিক পদক্ষেপ করুন । জীবন রক্ষা করুন ।" আর কী কী বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস...
1) ভাঙড়, ক্যানিং, কোচবিহার, দিনহাটা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদা, চোপড়া, বাসন্তী, মেদিনীপুরের সংবেদনশীল এলাকায় শান্তি রক্ষা করুন । সেখানে যাতে নির্বাচনকে কেন্দ্র করে হিংসার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করুন ।
2) এক দফায় ভোট করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট । তাই সহিংসতা বন্ধ করুন । মানুষের রক্ত ঝরা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করুন । মানুষের এক ফোঁটা রক্ত ঝরানোর অধিকার নেই আপনার । মনে রাখবেন, "দৈত্য শক্তি থাকা ভাল, কিন্তু দৈত্যের মতো তা ব্যবহার করা বোকামি ।" একক ফেজ বা মাল্টি-ফেজ যেটাই করুন, রক্তপাত এড়িয়ে চলুন ।
3) অভিযান পরিচালনা করে পরিচিত গুন্ডা বাহিনী, নেতা এবং দুর্বৃত্তদের প্রতিরোধমূলক ভাবে গ্রেফতার করুন ।
4) পরিষেবা কর্মকর্তারা যাঁরা অভিযোগে পক্ষপাতদুষ্ট, উদাসীন, অকার্যকর এবং সংবেদনশীল এবং তাঁদের এক্তিয়ারে সহিংসতা চললে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন ।