পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Guv Advocates for Peace: শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে ? কমিশনারকে আট দফা পরামর্শ রাজ্যপালের

রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে করা যেতে পারে, তার জন্য কী কী করণীয়, সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে আট দফা পরামর্শ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

By

Published : Jul 6, 2023, 3:29 PM IST

Updated : Jul 6, 2023, 4:44 PM IST

Guv Advocates for Peace
Guv Advocates for Peace

কলকাতা, 6 জুলাই: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত রাজ্যে যে সমস্ত হিংসা, হানাহানি ও হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস । সার্বিকভাবে রাজ্যের পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনারের অধীনে । রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যের শান্তি বজায় রাখতে যথাযথ ভূমিকা পালন করছেন না বা ব্যর্থ হচ্ছেন বলে এ দিন সরাসরি অভিযোগ করেছেন রাজ্যপাল । এ রকম পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে করা যায় এবং তার জন্য কী কী করণীয় সে বিষয়ে তিনি 8 দফা পরামর্শ দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ।

ধমকের সুরেই এ দিন রাজ্যপাল বলেন, "রাজ্য নির্বাচন কমিশনার সাহেব সঠিক পদক্ষেপ করুন । জীবন রক্ষা করুন ।" আর কী কী বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস...

1) ভাঙড়, ক্যানিং, কোচবিহার, দিনহাটা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদা, চোপড়া, বাসন্তী, মেদিনীপুরের সংবেদনশীল এলাকায় শান্তি রক্ষা করুন । সেখানে যাতে নির্বাচনকে কেন্দ্র করে হিংসার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করুন ।

2) এক দফায় ভোট করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট । তাই সহিংসতা বন্ধ করুন । মানুষের রক্ত ঝরা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করুন । মানুষের এক ফোঁটা রক্ত ঝরানোর অধিকার নেই আপনার । মনে রাখবেন, "দৈত্য শক্তি থাকা ভাল, কিন্তু দৈত্যের মতো তা ব্যবহার করা বোকামি ।" একক ফেজ বা মাল্টি-ফেজ যেটাই করুন, রক্তপাত এড়িয়ে চলুন ।

3) অভিযান পরিচালনা করে পরিচিত গুন্ডা বাহিনী, নেতা এবং দুর্বৃত্তদের প্রতিরোধমূলক ভাবে গ্রেফতার করুন ।

4) পরিষেবা কর্মকর্তারা যাঁরা অভিযোগে পক্ষপাতদুষ্ট, উদাসীন, অকার্যকর এবং সংবেদনশীল এবং তাঁদের এক্তিয়ারে সহিংসতা চললে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন ।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের

5) ভোটকেন্দ্রে সিএপিএফ মোতায়েন করুন এবং ভোট-পরবর্তী সহিংসতা প্রতিরোধে তাদের মোতায়েন অব্যাহত রাখুন ।

6) প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ভোটগ্রহণ কভার করুন এবং ফুটেজ পর্যবেক্ষণ করুন । ডুপ্লিকেট ব্যালট পেপার ছাপানোর অভিযোগের বিরুদ্ধে কার্যকর তদন্ত করা এবং এ ধরনের কার্যক্রম প্রতিরোধ করা প্রয়োজন ।

7) স্ট্রং রুমগুলিকে সুরক্ষিত করতে এবং গণনা কেন্দ্রে গণনা কর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য নির্ভুল ব্যবস্থা করুন ।

8) পিকেট, টহল, রুট মার্চ এবং ফ্ল্যাগমার্চ বাড়ানো হোক ।

এখানেই না থেমে রাজ্যপাল আরও বলেন, "আপনার সিদ্ধান্ত, একার সিদ্ধান্ত, এক মুহূর্তের সিদ্ধান্তই ঠিক করবে বাংলায় অন্ধকার না আলো থাকবে । ভালো ভাবে বেছে নিন, মিস্টার এসইসি । আপনি যদি সঠিক পছন্দ করতে ব্যর্থ হন, তবে আরবের সমস্ত সুগন্ধি আপনার ছোট্ট হাতকে মিষ্টি করতে পারবে না । পবিত্র গঙ্গার সমস্ত জল আপনার হাতের রক্ত ধুয়ে ফেলতে পারবে না । সাধারণ মানুষের ক্ষমতাকে কখনওই অবমূল্যায়ন করবেন না । তাঁরা একা নন । সংবিধান তাঁদের সঙ্গে আছে । দেশের আইন তাঁদের সঙ্গে আছে । যেমনটি স্বামী বিবেকানন্দ বলেছেন: জেগে উঠুন, লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থামবেন না ।"

Last Updated : Jul 6, 2023, 4:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details