কলকাতা, 2 মে : রেশন বণ্টন ব্যবস্থা, কোরোনা তথ্য সহ একাধিক ইশুতে ইতিমধ্যেই বারবার রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এনিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে 13 পাতা-14 পাতার পত্র বিনিময়ও চলেছে । এবার সেই ইশুতেই রাজ্যপালকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম । বলেন, "রাজ্যপালের ঘাড়ে মাথা নেই । তাই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না । BJP -র হয়ে কথা বলেন।"
রাজ্যপালকে আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যপালের ঘাড়ে মাথা নেই । তাই কেন্দ্রের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধেও উনি কোনও প্রতিবাদ করতে পারেন না । রাজভবন থেকে রাজ্যপালের বলা উচিত ছিল, কেন কোরোনা পরীক্ষার ভুল কিট পাঠানো হয়েছে রাজ্যে। যে পরিমাণে পরীক্ষা করার দরকার ছিল তা বন্ধ হয়ে গেল । এবং কোরোনা সংক্রমণের গতিবিধি নির্ণয়ের ক্ষেত্রে রাজ্য আরও পিছিয়ে গেল। কিট নিয়ে যারা ভুল করল, তাদের দোষী সাব্যস্ত করার মতো ক্ষমতা নেই কেন্দ্র সরকারের। শুধু ভুল কিট কিনে অর্থ ব্যয় করেছে কেন্দ্র । তার দায় কে নেবে ? রাজ্যপালের এইসব নিয়ে প্রশ্ন করার ক্ষমতা নেই । কোনওরকম প্রতিবাদ করার ক্ষমতা নেই । তাই আমাদের রাজ্যে এসে এই ধরনের নোংরা রাজনীতি করছেন ।"