পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor on Hanuman Jayanti: মানুষের জন্য সাংবিধানিক দায়িত্ব পালনে হনুমান জয়ন্তীতে আচমকাই পথে রাজ্যপাল - হনুমান জয়ন্তীতে আচমকাই পথে রাজ্যপাল

আজ, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী ৷ সেই কারণে কলকাতার বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকালেই বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor on Hanuman Jayanti
Governor on Hanuman Jayanti

By

Published : Apr 6, 2023, 12:29 PM IST

Updated : Apr 6, 2023, 1:40 PM IST

হনুমান জয়ন্তীতে আচমকাই পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 6 এপ্রিল: হনুমান জয়ন্তীতে পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস । সাধারণ মানুষকে আশ্বস্ত করে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন তিনি । জানালেন, মানুষের কথা ভাবাই তাঁর প্রাথমিক কর্তব্য ৷ সেই সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই তিনি সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পথে নেমে পড়েছেন ৷

বৃহস্পতিবার সকালে কলকাতার উত্তর শহরতলির লেকটাউনের একটি হনুমান মন্দিরে যান রাজ্যপাল ৷ সেখানেই তিনি শান্তি ও সম্প্রীতির বার্তা দেন ৷ এরপর সেখান থেকে আচমকাই সোজা তিনি চলে যান দক্ষিণ কলকাতার ইকবালপুরে । এই ইকবালপুরে যাতে কোনও অশান্তি না হয়, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । তিনি সরাসরি সেখানে পৌঁছে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা আধিকারিক ও সেখানে উপস্থিত থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রথমে কথা বলেন । এরপর এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন তিনি ।

মূলত, ইকবালপুরের একটি বাজার এলাকার ক্রেতা ও বিক্রেতা থেকে সাধারণ মানুষ, সকলের সঙ্গে কথা বলেন রাজ্যপাল বোস । হনুমান জয়ন্তীতে শান্তিপূর্ণভাবে পালন ও সব ধর্মের মানুষকে মিলেমিশে থাকার বার্তা দেন তিনি । এদিন রাজ্যপালের গলায় বলতে শোনা গিয়েছে 'ঈশ্বর ও আল্লাহ তেরে নাম, সবকো সন্মতি দে ভগবান’ । তিনি স্পষ্ট জানিয়েদেন যে শান্তি রক্ষাই তাঁর প্রাথমিক কর্তব্য ।

এদিন ইকবালপুরে দাঁড়িয়ে রাজ্যপাল বোস বলেন, ‘‘এই মানুষদের জন্যই আমি রাজ্যপাল হয়েছি । আর তাই এই মানুষদের কথা ভাবাই আমার প্রাথমিক কর্তব্য । এই দায়িত্ব আমাকে সংবিধান দিয়েছে । আর এই সাংবিধানিক দায়িত্ব পালন করতে আমি মানুষের মাঝে এসেছি ।’’

জানা গিয়েছে, এদিন কলকাতায় যেখানে বড় বড় হনুমান জয়ন্তীর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, সেই সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজে ঘুরে দেখতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস । আর সেই জন্যই আচমকাই তাঁর এই পরিদর্শন ।

আরও পড়ুন:অশান্তি রুখতে শহরে মোতায়েন হাজারখানেক পুলিশ, বডি ক্যামেরার ব্যবহার বাধ্যতামূলক

Last Updated : Apr 6, 2023, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details