দার্জিলিং, 7 অক্টোবর: ফের দার্জিলিংয়ে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এবার দার্জিলিং রাজভবনে তৃণমূলে সাংসদ ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে করবেন তিনি ৷ শনিবার বিকেলে দার্জিলিংয়ের রাজভবনে এই বৈঠকটি আয়োজিত হওয়ার কথা ৷ বৈঠকে উপস্থিত থাকবেন লোকসভার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং পঞ্চায়েত-গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ৷ রাজ্য-রাজ্যপাল সংঘাত বেড়েই চলেছে ৷ কলকাতার রাজভবনের সামনে ধরনায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই উত্তপ্ত আবহে রাজ্যপালের সঙ্গে তৃণমূল সাংসদ-মন্ত্রীদের এই বৈঠক ঘিরে সরগরম রাজনৈতিকমহল ৷
সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বিমানে কলকাতা থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও মন্ত্রী প্রদীপ মজুমদার ৷ অন্যদিকে, দুপুরের বিমানে দিল্লি থেকে বাগডোগরায় পৌঁছবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রবিবার ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ৷
আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে দার্জিলিংয়ে দেখা করবেন রাজ্যপাল, অভিষেক বললেন ধরনা চলবেই
কেন্দ্রের কাছে প্রাপ্য একশো দিনের কাজ-সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকার দাবিতে দিল্লি গিয়ে ধরনা থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচি করেছে তৃণমূল ৷ সেখানে দলের সাংসদ, বিধায়ক, নেতাদের উপর পুলিশি হেনস্থা হয়েছে ৷ এরপর 5 অক্টোবর থেকে রাজভবনের সামনে ধরনায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে রয়েছে শাসকদলের মন্ত্রী থেকে শুরু করে নেতা-সাংসদ ও বিধায়করা ৷