কলকাতা, 22 অক্টোবর:রাজভবন থেকে বেরিয়ে প্রতিদিনের কাজকর্ম থেকে বিরতি নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । অষ্টমীতে তিনি সরাসরি পৌঁছে গেলেন ফুটপাতবাসীদের কাছে। মিষ্টি বিতরণ করলেন শিশুদের । রবির অষ্টমীতে রাজ্যপালের গন্তব্য ছিল গঙ্গার পাড় বরাবর বাবুঘাট-সহ একাধিক বস্তি ৷ সেখানে ফুটপাথে বসবাসকারী বাসিন্দাদের কাছে মহাষ্টমীর দিন পৌঁছে গেলেন তিনি ৷ বস্তি ও ফুটপাথবাসীদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন রাজ্যপাল ৷ অনেককেই আর্থিকভাবেও সাহায্য় করলেন সিভি আনন্দ বোস ৷ দিলেন প্রতিমা উপহার ৷ আবার কচিকাচাদের সঙ্গে গল্পও করলেন খোশ মেজাজে ৷
পুজোর দিনগুলি একটু অন্যভাবে কাটাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার তিনি গিয়েছিলেন বৃদ্ধাশ্রমে ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পুজোতেও আজ গিয়েছিলেন তিনি ৷ রবিবার রাজভবনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রামমোহন সম্মিলনীর পুজো থেকে ফেরার পথে, রাজ্যপালের গাড়ি বাবুঘাটের দিকে রওনা দেয় ৷ সেখানে ফুটপাথের ধারে বসবাসকারী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিতদের কাছে পৌঁছে যান তিনি ৷ আর তাঁর উদ্দেশ্য ছিল, জনরাজভবনের কার্যকলাপ রাজভবনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বাইরের দুনিয়াতেও তার পরিষেবা পৌঁছে যায় ৷ আজ তিনি যে বস্তিগুলিতে গিয়েছিলেন, সেগুলি নিছক বিচ্ছিন্ন বসতি ছিল না; তাঁরা দারিদ্র্যের কঠোর বাস্তবতার প্রতিনিধি ৷