কলকাতা, 8 ফেব্রুয়ারি: রাজ্য সরকার ভাষণ লিখে দেয় ৷ আর সেই ভাষণই বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে পড়ে শোনান রাজ্যপাল ৷ এটাই পরিষদীয় গণতন্ত্রে চিরাচরিত রীতি ৷ কিন্তু সেই রীতিতে বারবার ব্যাঘাত ঘটেছিল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন ৷ 2022 সালের বাজেট অধিবেশনে তো এই ভাষণ নিয়ে রীতিমতো ‘নাটক’ হয়েছিল বিধানসভার অন্দরে ৷
রাজভবনে ধনকড় এখন প্রাক্তন ৷ সেখানকার বাসিন্দা এখন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোস (Bengal Governor CV Ananda Bose) ৷ রাজ্যপাল হিসেবে বুধবার বিধানসভায় তাঁর প্রথমবার ভাষণ দেওয়ার দিন ছিল ৷ তিনিও কি ধনকড় জমানার পুনরাবৃত্তি ঘটাবেন, সেই প্রশ্ন ছিল সকলের মনে ৷ কিন্তু সরকারের লিখে দেওয়া পুরো ভাষণ পড়ে আনন্দ বোস বোঝালেন বাংলায় ধনকড় জমানা এখন অতীত ৷
2022 সালে 7 মার্চ বাজেট অধিবেশন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় (Bengal Assembly) ৷ সেদিন ব্যাপক হট্টগোল হয় সেখানে ৷ মূলত, বিরোধী বিজেপির (BJP) বিক্ষোভের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ শাসক ও বিরোধী, দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই পরিস্থিতি ভাষণ দিতে নারাজ ছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি একাধিকবার অধিবেশন কক্ষ ছেড়ে চলে যাওয়ার চেষ্টাও করেন ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পক্ষ থেকে বারবার তাঁর পথ আটকানো হয় ৷ শেষে বাজেট ভাষণ না পড়ে শুধু অনুমোদন করেই চলে যান ধনকড় ৷
এই নিয়ে ব্যাপক বিতর্ক হয় ৷ বিজেপির বিরুদ্ধে বিধানসভার সম্মানহানির অভিযোগ করা হয় ৷ কেউ কেউ আবার বলেন যে ধনকড় বরাবরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন ৷ সেই কারণে তিনি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পড়তে রাজি ছিলেন না ৷ তাই বিজেপি বিক্ষোভ দেখিয়ে তাঁকে সেই সুযোগ করে দিল ৷