পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor CV Ananda Bose: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের

বৃহস্পতিবার রাজভবনে সাংবাদিক বৈঠক করেন ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে চলতে থাকা হিংসা সম্বন্ধে কড়াবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সরাসরি নিশানা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷

By

Published : Jul 6, 2023, 1:35 PM IST

Updated : Jul 6, 2023, 2:50 PM IST

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

কলকাতা, 6 জুলাই: মাঝে আর বাকি একদিন ৷ তার পরই শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কমিশনারের উদ্দেশ্যে তাঁর সরাসরি প্রশ্ন, ‘‘এই পঞ্চায়েত নির্বাচনের সময় যদি গণতন্ত্র হত্যা হয়, তাহলে হত্যাকারী কে হবেন ? হত্যাকারী কে ? হত্যাকারী কে ? রাজ্য নির্বাচন কমিশনার কি দয়া করে হাত তুলবেন ? নির্বাচন কমিশনার কি দায়িত্ব নেবেন ? হত্যাকারীদের সম্বন্ধে আপনাকে জানতে হবে ?’’

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাংবাদিক বৈঠক: শুক্রবার রাজভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷ কমিশনার কেন শান্তিপূর্ণ নির্বাচন করতে কোনও ব্যবস্থা নিচ্ছেন না সেই প্রশ্ন তোলেন রাজ্যপাল ৷ পাশাপাশি রাজীবা সিনহাকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার বার্তাও দেন ৷

আরও পড়ুন:অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে শান্তি কমিটি গঠন রাজ্যপালের

পঞ্চায়েতে হিংসার অভিযোগ: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই হিংসার অভিযোগ উঠেছে৷ অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ বিরোধীদের অভিযোগ শাসক দলের সন্ত্রাসেই রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ মাসখানেকের মধ্যে বেশ কয়েকজন মারাও গিয়েছেন ৷ কখনও বিরোধী দলের সদস্যদের খুন করার অভিযোগ উঠেছে ৷ কখনও আবার নিহত হয়েছেন শাসক দলের নেতা-কর্মী-প্রার্থীরা ৷

এই পরিস্থিতি গত কয়েকদিন ধরে রাজ্য়ের বিভিন্ন জায়গায় গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দেখা করেছেন আক্রান্তদের সঙ্গে ৷ কথা বলেছেন নিহতদের পরিবারের সদস্য়দের সঙ্গে ৷ নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্য কড়াবার্তা দিয়েছেন ৷ এ দিন সাংবাদিক বৈঠকে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ৷

তিনি বলেছেন, ‘‘আমি বিধবা স্ত্রীদের দীর্ঘশ্বাস শুনেছি, যাঁদের স্বামীরা নিহত হয়েছেন । আমি ছোট বাচ্চাদের আর্তনাদ শুনেছি, যাঁদের বাবা-মাকে হত্যা করা হয়েছিল । আমি দেখেছি আমাদের প্রিয় মায়েদের কান্না মাটির কাছে গড়িয়ে পড়ছে, অসহায়ত্ব এবং হতাশা বড় হয়ে গিয়েছে । মানুষের রক্তের এই রাজনৈতিক হোলির অবসান হওয়া উচিত ।’’

আরও পড়ুন:দেগঙ্গায় নিহত নাবালকের পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের, আর্থিক সহায়তার আশ্বাস

নির্বাচন কমিশনারকে নিশানা রাজ্যপাল বোসের: এ দিন সাংবাদিক বৈঠক থেকে রাজ্যপাল আগাগোড়া নিশানা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷ রাজ্যপালের বক্তব্য, নির্বাচন কমিশনারের কাছে সব ক্ষমতা রয়েছে ৷ তাঁর অধীনেই এখন পুলিশ-প্রশাসন রয়েছে ৷ তাই শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশনারের উচিত যথাযথ পদক্ষেপ করা ৷

রাজ্যপালের বার্তা, বাংলার মানুষ নির্বাচন কমিশনারের দিকে তাকিয়ে রয়েছেন ৷ অথচ কমিশনার কি নিজের দায়িত্ব পালন করছেন, সেই প্রশ্ন তুলেছেন আনন্দ বোস ৷ তাই তিনি বলছেন, ‘‘আমি তোমাকে নিয়োগ করেছি, তুমি জনগণকে হতাশ করেছ ।’’ রাজ্যপালের দাবি, পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার ৷

রাজীবা সিনহাকে পরামর্শ রাজ্যপালের: এ দিন সাংবাদিক বৈঠক থেকে বারবার রাজীবা সিনহাকে মিস্টার এসইসি বলে সম্বোধন করেছেন রাজ্যপাল ৷ মিস্টার এসইসি-কে কড়াবার্তা যেমন দিয়েছেন, তেমন কিছু পরামর্শও দিয়েছেন রাজ্যপাল ৷ গ্রাউন্ড জিরোয় গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলেছেন তিনি ৷ যে আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের সরানোর পরামর্শ দিয়েছেন রাজ্যপাল ৷ গণতন্ত্রের রক্ষক হওয়ার কথা বলেছেন রাজ্যপাল ৷ রাজধর্ম পালন করার কথাও বলেছেন ৷

আরও পড়ুন:কোচবিহারে ভোট সন্ত্রাসে নিহতদের বাড়িতে রাজ্যপাল, অভিযোগ জানাতে এসে পুলিশি বাধার মুখে বাম কংগ্রেস

Last Updated : Jul 6, 2023, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details