পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MLAs Salary Hike Bill: অধিবেশন ডেকে পাশ করানো যায়নি বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল, পরদিনই অনুমোদন রাজ্যপালের - রাজ্যপাল সিভি আনন্দ বোস

Governor Signs MLAs Salary Hike Bill: গতমাসে বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার ৷ গতকাল, সোমবার বিল পাশ করাতে বিধানসভার অধিবেশন ডাকা হয় ৷ রাজ্য়পাল বিলে সই না করায় সেদিন তা পাশ করানো যায়নি ৷ কিন্তু মঙ্গলবার রাজ্যপাল বিলে স্বাক্ষর করেছেন ৷ ফলে এই বিল পাশে আর বাধা রইল না বিধানসভার ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 4:57 PM IST

কলকাতা, 17 অক্টোবর: যা নিয়ে এত কাণ্ড, সেই মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে অবশেষে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এবার তা বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনায় কোনও বাধা রইল না । সরকার পক্ষ চাইলে আগামিকালই রাজ্য বিধানসভায় পেশ করে তা পাশ করানোর উদ্যোগও নিতে পারে ।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরেই এই বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল । সোমবার এই বিল পাশের জন্য বিধানসভার অধিবেশন ডেকেছিল সরকার পক্ষ । শেষ পর্যন্ত রাজভবনের অনুমতি না পাওয়ায় অর্থনৈতিক বিষয় থাকায় বিধানসভায় পেশ হলেও আলোচনা বা পাশ করানো যায়নি এই বিল । বরং রাজ্যপালের এই ভূমিকায় সরকার এবং রাজভবনের মধ্যে সংঘাতের ছবি আরও একবার স্পষ্ট হয়েছিল ।

এ দিন রাজ্যপাল সই করায় পুরো পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিলেন স্বয়ং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘‘এখানে যে শুধু বিধায়ক বা মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল ছিল তাই নয় । সঙ্গে কেন্দ্রীয় সরকারের পাশ করা জিএসটি নিয়ে বিল ছিল । সেটা আজ হোক আর কাল হোক পাশ করতেই হতো সব রাজ্যকে । সেক্ষেত্রে রাজ্যপাল যে বিল দু’টিতে সই করেছেন, তার জন্য তাঁকে সাধুবাদ ।’’ উল্লেখ্য, জিএসটি বিলেও সই করেছেন রাজ্যপাল ৷

একই সঙ্গে তিনি বলেন, ‘‘এই কাজটাই একদিন আগে যদি তিনি করতেন, তাহলে এতগুলো মানুষকে হেনস্তা হতে হতো না ।’’ রাজ্যপালের ভূমিকাকে বিজেপি এজেন্টের মতো বলেও দাবি করছেন তিনি । শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিধায়কদের স্বার্থের কথা ভাবলে কালই তিনি অনুমোদন দিতে পারতেন । এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আগামী ডিসেম্বর মাসের আগে এই দু’টি বিল বিধানসভায় পাশ করানো যাবে না ।’’

আরও পড়ুন:বিশেষ অধিবেশন ডেকেও মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পাস হল না বিধানসভায়

ABOUT THE AUTHOR

...view details