কলকাতা, 27 সেপ্টেম্বর: অতিবাহিত আরও 24 ঘণ্টা । কিন্তু ধূপগুড়ির বিধায়কের শপথ কবে হবে, বুধবার দুপুর পর্যন্ত তা নিয়ে কোনও নিশ্চিয়তা নেই । এই পরিস্থিতিতে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি আবার তিনি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন ৷ এ দিন রাজ্যপালের থেকে সেই চিঠি এসেছে পরিষদীয় মন্ত্রীর দফতরে । ওই চিঠিতে জানানো হয়েছে যে রাজ্যপাল শপথ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিঠি দিয়ে যোগাযোগ করেছেন । যা জানানোর তিনি মুখ্যমন্ত্রীকেই জানিয়েছেন ।
প্রসঙ্গত, গত সোমবার অর্থাৎ 25 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর হয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় । এক্ষেত্রে চিঠির ভাষা ছিল অনুরোধের । তিনি লেখেন, ধূপগুড়ির বিধায়ক একজন নির্বাচিত জনপ্রতিনিধি । মানুষের পরিষেবা দিতে হয় তাঁকে । এই অবস্থায় অবিলম্বে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হোক তাঁকে । এক্ষেত্রে রাজ্যপাল যেমন তাঁর পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অবহিত করেছেন, একই সঙ্গে জবাবি চিঠি পরিষদীয় মন্ত্রীকে দিয়েও অবহিত করেছেন ।