কলকাতা, 10 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে যান রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে মৃত পড়ুয়ার উদ্দেশ্যে ফুল নিবেদন করেন তিনি। তার সঙ্গে আবারও হিংসার বিরুদ্ধে সরব হন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ইতিমধ্যেই যাদবপুর থানা তদন্তে নেমেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্তের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। হস্টেলের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্য়ে এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ ৷ পুলিশ এও দাবি করেছে, মৃত্যুর আগে রাতে সমকামী নন বলে স্বপ্নদীপ বারবার নিজেকে প্রমাণের চেষ্টা করছিলেন ৷ সেইসঙ্গে অস্বাভাবিক আচরণও করছিলেন প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া ৷
আরও পড়ুন:'আমি সমকামী নই', মৃত্যুর আগের রাতে বারবার বলছিলেন স্বপ্নদীপ; দাবি পুলিশের