কলকাতা, 11 ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিই রাজ্যপাল সিভি আনন্দ বোসের মামলার খরচ জোগাচ্ছেন। সেই খরচ দেওয়ার বিষয় 'কোনও ভুল নেই', বলে স্পষ্ট জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাজভবনে একটি ভার্চুয়ালি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমার নির্দেশেই বিশ্ববিদ্যালয়গুলি টাকা দিচ্ছে, ভুল কিছু নেই। এখানে নির্দিষ্ট কোনও ইউনিভার্সিটিকে টাকা দেওয়ার কথা বলা হয়নি। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে। কারণ সেইসব বিশ্ববিদ্যালয়গুলির অন্তবর্তীকালের উপাচার্য নিয়োগ নিয়েই মামলা করা হয়েছে। সকলে মিলে একসঙ্গে সেই মামলার বিরুদ্ধে লড়াই করবে।"
মূলত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে যে মামলা চলছে তার খরচ রাজ্যপালের হয়ে বিশ্ববিদ্যালয়গুলিই দিচ্ছে। ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় 60 হাজার টাকা করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। বাকি বিশ্ব বিদ্যালয়গুলি ধাপে ধাপে এই টাকা পাঠাবে বলেই সূত্রের দাবি। শুধু তাই নয়, সব মিলিয়ে প্রায় 1 কোটি 86 লাখ টাকার বিশ্ববিদ্যালয়গুলি থেকে মামলা খরচ বাবদ পাওয়া যাচ্ছে বলেই দাবি রাজভবন সূত্রের।