পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আমার নির্দেশেই বিশ্ববিদ্যালয়গুলি টাকা দিচ্ছে, ভুল কিছু নেই', দাবি রাজ্যপালের - বিশ্ববিদ্যালয়গুলি

CV Ananda Bose: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে যে মামলা চলছে রাজভবনে তার খরচ মেটাচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, এমনটাই জানিয়েছে রাজভবন ৷ কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টাকা এই মুহূর্তে এসেও গিয়েছে রাজভবনে ৷ এই কথার উত্তরে রাজ্যপাল জানালেন, তাঁর নির্দেশেই বিশ্ববিদ্যালয়গুলি টাকা দিচ্ছে, এতে ভুল কিছু নেই ৷

রাজ্যপাল
CV Ananda Bose

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 5:40 PM IST

আমার নির্দেশেই বিশ্ববিদ্যালয়গুলি টাকা দিচ্ছে, ভুল কিছু নেই

কলকাতা, 11 ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিই রাজ্যপাল সিভি আনন্দ বোসের মামলার খরচ জোগাচ্ছেন। সেই খরচ দেওয়ার বিষয় 'কোনও ভুল নেই', বলে স্পষ্ট জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাজভবনে একটি ভার্চুয়ালি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমার নির্দেশেই বিশ্ববিদ্যালয়গুলি টাকা দিচ্ছে, ভুল কিছু নেই। এখানে নির্দিষ্ট কোনও ইউনিভার্সিটিকে টাকা দেওয়ার কথা বলা হয়নি। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে। কারণ সেইসব বিশ্ববিদ্যালয়গুলির অন্তবর্তীকালের উপাচার্য নিয়োগ নিয়েই মামলা করা হয়েছে। সকলে মিলে একসঙ্গে সেই মামলার বিরুদ্ধে লড়াই করবে।"

মূলত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে যে মামলা চলছে তার খরচ রাজ্যপালের হয়ে বিশ্ববিদ্যালয়গুলিই দিচ্ছে। ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় 60 হাজার টাকা করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। বাকি বিশ্ব বিদ্যালয়গুলি ধাপে ধাপে এই টাকা পাঠাবে বলেই সূত্রের দাবি। শুধু তাই নয়, সব মিলিয়ে প্রায় 1 কোটি 86 লাখ টাকার বিশ্ববিদ্যালয়গুলি থেকে মামলা খরচ বাবদ পাওয়া যাচ্ছে বলেই দাবি রাজভবন সূত্রের।

অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে দ্বন্দ্ব নতুন বিষয় নয়। যদিও দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে এসে, রাজ্যপালের সঙ্গে বৈঠক করে এই বিষয়টি নিয়ে যে দ্বন্দ্ব আছে তা স্বীকার করতে চাননি। তিনি সংবাদমাধ্যমকে এনিয়ে স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু রাজ্যপালের মামলার খরচ বিশ্ববিদ্যালয়গুলো দিচ্ছে এই খবর প্রকাশ রাখার পর সমালোচনা ঝড় উঠেছে।

একাংশে তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে, রাজ্যপালের খরচ কেন বিশ্ববিদ্যালয়গুলি জোগাবে। সাধারণ মানুষের টাকা কেন রাজ্যপালের জন্য খরচ হবে। সেই প্রশ্নের উত্তরে এবং রাজ্য সরকারের অভিযোগের বিরুদ্ধে রাজ্য স্পষ্ট জানিয়েছেন বিশ্ববিদ্যালয় যে টাকা মামলা করার জন্য দিচ্ছেন তাতে কোনওরকম ভুল নেই।

আরও পড়ুন:

  1. রাজ্যপালের মামলার খরচ জোগাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি! ইতিমধ্যেই টাকা পৌঁছেছে যাদবপুর-কলকাতার
  2. কল্যাণীতে রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের
  3. বাংলা-সহ 8 রাজ্যের লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় রাজ্যপাল, আসছেন শান্তিনিকেতনে

ABOUT THE AUTHOR

...view details