কলকাতা, 12 সেপ্টেম্বর: এবার গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বালিগঞ্জ এলাকায় কলকাতা পৌরনিগমের 69 নম্বর ওয়ার্ডের গুরুসদয় রোডের একটি অবসানের সামনে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পান রাজ্যপাল ৷ সেই অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে আজ সাতসকালে সেখানে পৌঁছে যান তিনি ৷ কথা বলেন ওই আবাসন এবং আশেপাশের বাসিন্দাদের সঙ্গে ৷ সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, ‘‘একটা গাছ কাটলে, সেখানে 100টি গাছ লাগিয়ে দেব ৷’’ আর এই গাছগুলি লাগানো হবে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নামে ৷ ঘোষণা করলেন রাজ্যপাল ৷
রাজ্যপাল জানিয়েছেন, কিছু অসাধু ব্যক্তি গাছ কেটেছে বলে তিনি খবর পেয়েছেন ৷ তবে, একটা গাছ কাটলেও সেখানে 100টি গাছ তিনি লাগাবেন ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন তাঁকে ৷ তবে, এ দিন রাজ্যপালের সুর ছিল একটু নরম ৷ রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার কথা বলতে শোনা গেল তাঁকে ৷ তিনি বলেন, ‘‘সাফল্য আসবে যখন আমরা একসঙ্গে কাজ করব ৷ আমরা একসঙ্গে কাজ করলে উন্নতি হবে ৷ সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী কাজ করলে সাফল্য অর্জন করা যায় ৷’’