কলকাতা, 4 এপ্রিল: দার্জিলিং সফর কাটছাঁট করে জরুরিভিত্তিতে কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ হুগলির রিষড়ায় সোমবার রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে ৷ সেই ঘটনার খবর পেয়ে তিনি জরুরি ভিত্তিতে কলকাতায় ফিরে আসছেন ৷ উল্লেখ্য, রবিবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে হুগলির রিষড়া ৷ সেই ঘটনায় রবিবার রাতেই তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ পাশাপাশি, পুলিশ প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন ৷ রবিবার রাতের ঘটনার পর থেকে সোমবার সারাদিন থমথমে পরিবেশ ছিল রিষড়ায় ৷ কিন্তু, গতকাল রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে রিষড়ার সন্ধ্যাবাজার ছাই গলি এলাকা ৷
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, রাজ্যপাল জরুরি ভিত্তিতে কলকাতায় ফিরছেন ৷ দার্জিলিং সফরে তাঁর একাধিক কর্মসূচি ছিল ৷ কিন্তু, সেই সব কর্মসূতি বাতিল করে দিয়েছেন ৷ গতকাল রাত থেকে নতুন করে অশান্ত হয়ে রিষড়া ৷ অভিযোগ, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ সোমবার রাত থেকে ঘনঘন বোমাবাজি হতে থাকে ৷ যার জেরে রাতভর আতঙ্কে কাটিয়েছেন সেখানকার বাসিন্দারা ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে, তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপর পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় বলেও জানা গিয়েছে ৷ ঘটনার পর আজ থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে রিষড়ায় ৷
তবে, এদিন পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ রিষড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে 4 নম্বর রেল গেটের কাছে একটি হাউজিং কমপ্লেক্স রয়েছে ৷ সেখানকার বাসিন্দারা পুলিশের বিরুদ্ধেই পালটা অত্যাচারের অভিযোগ করেছেন ৷ তাঁদের অভিযোগ, পুলিশই রাতভর এলাকায় তাণ্ডব চালিয়েছে ৷ দ্বিতীয়বার রিষড়া অশান্ত হওয়ার পিছনে পুলিশকেই দায়ী করেছেন স্থানীয়দের একাংশ ৷ এমনকী রবিবার পুলিশ ঘটনাস্থলে ছিল না বলে অভিযোগ উঠেছে ৷