কলকাতা, 8 অক্টোবর: অবশেষে কলকাতা ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাগডোগরা থেকে দমদম, বিমানে ফিরবেন তিনি। যদিও রাজভবন সূত্রের দাবি, শনিবারই রাজ্য সরকারের কাছে মৌখিকভাবে আধিকারিক মারফত হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু রাজ্য সরকার তা দিতে অস্বীকার করে। রাজভবন সূত্রের দাবি, রাজ্য সরকারের তরফে রাজভবনকে বলা হয়েছে হেলিকপ্টার মেরামতির পর্যায়ে রয়েছে। তাই এই মুহূর্তে হেলিকপ্টার দেওয়া সম্ভব হচ্ছে না। তাই, বিমানে চেপে দার্জিলিং থেকে কলকাতা আসতে হচ্ছে রাজ্যপালকে।
তবে রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়ে না-পাওয়ার ঘটনা রাজভবনের কাছে নতুন নয়। এর আগেও বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রয়োজনীয়তার কারণে হেলিকপ্টার চেয়ে রাজভবনের তরফে রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু, তখনও মেলেনি। এই ঘটনায় রাজ্যপাল আধিকারিক মহলে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে রাজ্যপাল এই মুহূর্তে কলকাতা রাজভবনে না থাকায় শাসক দল অভিযোগ তুলেছে ৷ তৃণমূলের ভয়ে রাজভবন ছেড়ে দিল্লি পালিয়েছেন সিভি আনন্দ বোস, এমনটাই বলা হচ্ছে শাসকদলের তরফে ৷