কলকাতা, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসে রাজ্যপালের বিশেষ পদক্ষেপ। আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একাধিক ক্ষেত্রের উন্নয়ন ও মানোন্নয়নের জন্য বুধবার থেকেই বিশেষ কর্মসূচি চালু করছে পশ্চিমবঙ্গ রাজভবন। দেশের 78তম স্বাধীনতা দিবসের আগে এই সমস্ত ক্ষেত্রে লক্ষ্য পূরণ করা হবে বলে মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে "বিওন্ড 77"।
"পায়ে পায়ে সাতাত্তর" এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস 10 দফা কর্মসূচির কথা জানান। তিনি বলেন, "আর্থিক সহায়তা প্রদান করা হবে 77 জন আদিবাসী জনজাতি ও আর্থিকভাবে দুঃস্থ সম্প্রদায়ের মানুষজনকে। খেলাধুলোয় বিশেষ পারদর্শী 77 জনকে সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম-সহ পড়াশোনায় মেধাবী এমন 77 জনকেও সহায়তা দেওয়া হবে। 77 জন মহিলা উদ্যোগপতি ও স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করা হবে। পিছিয়ে পড়া 77টি স্কুলকেও সহায়তা করা হবে। ভিন রাজ্যে কর্মরত 77 জন পরিযায়ী শ্রমিককেও সহায়তা করবে রাজভবন। 77 জন আদিবাসী বয়স্ক ব্যক্তিকে ও সহায়তা করা হবে। 77 জন লেখক ও শিল্পীকে সহায়তা করা হবে। এই তালিকায় সংবাদকর্মী বা প্রতিনিধিদেরও সহায়তা করা হবে। 77 জন রিসার্চ স্কলার এবং অধ্যাপককেও সহায়তা করা হবে।"