পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CV Ananda Bose: 77তম স্বাধীনতা দিবসে 10 দফা কর্মসূচি ঘোষণা রাজ্যপালের, উঠে এল যাদবপুর প্রসঙ্গ - কর্মসূচি ঘোষণা রাজ্যপালের

Independence Day 2023: 77তম স্বাধীনতা দিবসে 10 দফা কর্মসূচি ঘোষণা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ এদিন তিনি পিছিয়ে পড়া আদিবাসী জনজাতি, খেলাধূলায় পারদর্শী, পরিযায়ী শ্রমিক-সহ এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে 77জনকে রাজভবনের তরফে সহায়তা করা হবে বলে জানিয়েছেন ৷

Etv Bharat
স্বাধীনতা দিবসে 10 দফা কর্মসূচি ঘোষণা

By

Published : Aug 15, 2023, 9:30 PM IST

10 দফা কর্মসূচি ঘোষণা রাজ্যপালের

কলকাতা, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসে রাজ্যপালের বিশেষ পদক্ষেপ। আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একাধিক ক্ষেত্রের উন্নয়ন ও মানোন্নয়নের জন্য বুধবার থেকেই বিশেষ কর্মসূচি চালু করছে পশ্চিমবঙ্গ রাজভবন। দেশের 78তম স্বাধীনতা দিবসের আগে এই সমস্ত ক্ষেত্রে লক্ষ্য পূরণ করা হবে বলে মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে "বিওন্ড 77"।

"পায়ে পায়ে সাতাত্তর" এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস 10 দফা কর্মসূচির কথা জানান। তিনি বলেন, "আর্থিক সহায়তা প্রদান করা হবে 77 জন আদিবাসী জনজাতি ও আর্থিকভাবে দুঃস্থ সম্প্রদায়ের মানুষজনকে। খেলাধুলোয় বিশেষ পারদর্শী 77 জনকে সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম-সহ পড়াশোনায় মেধাবী এমন 77 জনকেও সহায়তা দেওয়া হবে। 77 জন মহিলা উদ্যোগপতি ও স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করা হবে। পিছিয়ে পড়া 77টি স্কুলকেও সহায়তা করা হবে। ভিন রাজ্যে কর্মরত 77 জন পরিযায়ী শ্রমিককেও সহায়তা করবে রাজভবন। 77 জন আদিবাসী বয়স্ক ব্যক্তিকে ও সহায়তা করা হবে। 77 জন লেখক ও শিল্পীকে সহায়তা করা হবে। এই তালিকায় সংবাদকর্মী বা প্রতিনিধিদেরও সহায়তা করা হবে। 77 জন রিসার্চ স্কলার এবং অধ্যাপককেও সহায়তা করা হবে।"

এরপর যাদবপুর কাণ্ডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, "আমি পড়ুয়া শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া হবে। খুব দ্রুতই সে খবর জানতে পারবেন।"

আরও পড়ুন: মমতার নির্দেশে যাদবপুর নিয়ে বুধে ধরনা তৃণমূল ছাত্র পরিষদের

অন্যদিকে, স্বাধীনতা দিবসের বিকেলে প্রথা মেনে চা চক্রের আয়োজন করা হয়েছিল রাজভবনে। রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রীকে চা চক্রে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই এদিন রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করতে যান মুখ্যমন্ত্রী মমতা।

ABOUT THE AUTHOR

...view details