পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor CV Ananda Bose: রাজ্যের আর্থিক দুরবস্থা-ডেঙ্গি বৃদ্ধির কারণে বিদেশ সফর বাতিল রাজ্যপালের - মার্কিন যুক্তরাষ্ট্র

Governor Cancels US Visit: আগামী 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ কিন্তু সেই সফর বাতিল হল ৷ কারণ হিসেবে রাজভবন জানাচ্ছে যে রাজ্যের আর্থিক দুরাবস্থা ও ডেঙ্গি বৃদ্ধি হওয়ার কারণে এই সফর বাতিল করা হল ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 6:02 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিদেশ যাত্রা স্থগিত । সূত্রের খবর, 26 তারিখ দিল্লি থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল । কিন্তু, দিল্লি থেকে ছাড়পত্র এখনও এসে পৌঁছয়নি । ছাড়পত্র না-পৌঁছানোয় আপাতত তাঁর আমেরিকা সফর বাতিল হল । যদিও রাজভবন থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের কোষাগারে আর্থিক দুরবস্থা এবং ডেঙ্গির ক্রমবর্ধমান বৃদ্ধির কারণেই রাজ্যের সাংবিধানিক প্রধান তাঁর বিদেশ সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন । ফলে তিনি এই মুহূর্তে আমেরিকায় যাচ্ছেন না ।

29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগদানের জন্য রাজ্যপাল প্রাথমিকভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । উৎসব সংক্রান্ত আন্তর্জাতিক কমিটির প্রধান তথা রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের আমন্ত্রণে সেখানে যাওয়ার কথা ছিল তাঁর ৷ এই আন্তর্জাতিক ফোরামে দেশের সংস্কৃতির রাজধানী কলকাতা ও ভারতের প্রতিনিধি হিসেবেই তাঁর উপস্থিত থাকার কথা ছিল ।

রাজভবনের তরফে জানানো হয়েছে, আয়োজকরা রাজ্যপাল ও তাঁর সফরসঙ্গীদের জন্য ব্যয় বহন করবে বলেও জানিয়েছিল । কিন্তু, রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিদেশ আতিথেয়তা গ্রহণ করা উপযুক্ত হবে না । প্রোটোকলও তাই বলে । এই কারণে, রাজ্যপাল ওই উৎসবে যোগদানের অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয়ের সিদ্ধান্ত নেন । কিন্তু শেষ মুহূর্তে এসেও সেই সফর বাতিল করা হয়েছে ।

কারণ হিসেবে রাজভবনের তরফে স্পষ্ট বলা হয়েছে যে এই মুহূর্তে রাজ্যর কোষাগার আর্থিক অসুবিধায় আছে । রাজ্য ডেঙ্গিতে মৃত্যুর মতো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে । ফলে, রাজ্যপাল মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

রাজভবনের তরফে আরও বলা হয়েছে যে রাজ্যপালের এই বিদেশ সফরের অ্যাজেন্ডার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলির সহযোগিতা ও গঠনমূলক আলোচনা । যা বাংলার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপকৃত করবে । কিন্তু আর্থিক খরচের দিকটি মাথায় রেখে এই সফর বাতিল করলেও আচার্য হিসেবে ভার্চুয়ালি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন । নির্দিষ্ট নিয়ম মেনে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তা ও আমেরিকান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা করবেন রাজ্যপাল ।

আরও পড়ুন:বিদেশ সফর থেকে ফিরতেই মুখ্যমন্ত্রীকে চিঠি ধরালেন রাজ্যপাল

ABOUT THE AUTHOR

...view details