কলকাতা, 24 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের বৈঠকে বসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার সকাল 10টা 40 নাগাদ যাদবপুর কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন তিনি । সকাল 11টা নাগাদ রাজভবনে বৈঠক শুরু হওয়ার কথা । মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ কোট কাউন্সিলের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে বলেই রাজভবন সূত্রে খবর ।
জানা গিয়েছে, এটি মূলত রিভিউ বৈঠক ৷ এর আগে 16 অগস্ট বৈঠক হয়েছিল ৷ সেই বৈঠকে রাজভবন থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ সেই নির্দেশ কতটা কার্যকরী হয়েছে, তা খতিয়ে দেখা হবে এই বৈঠকে বলে সূত্রের খবর । একই সঙ্গে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে কোনওরকম অসন্তোষ দেখা গিয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেবেন রাজ্যপাল ।
বুদ্ধদেব সাউ নিয়োগ হওয়ার পর সায়েন্স বিভাগের ডিন পদত্যাগ করেছেন ৷ বিশ্ববিদ্যালয়ের দাবি, কেন আচমকা তিনি পদত্যাগ করলেন, এই বিষয়টা আজকের বৈঠকে উঠে আসতে পারে । এছাড়াও যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু পরবর্তীতে তদন্ত কতটা এগিয়েছে ৷ ব়্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয় কোন কোন পদক্ষেপ গ্রহণ করল ৷ এরকমই একাধিক বিষয়ে নিয়ে এদিন আলোচনা হবে বলে জানা গিয়েছে ।