পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jadavpur Student Death: রাজ্যপালের ডাকে আজ যাদবপুরে বৈঠক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল এসএফআই

পদমর্যাদা বলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব বামেদের ছাত্র সংগঠন ৷ তৃণমূল ছাত্র পরিষদও আজ ধরনায় বসবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
রাজ্যপাল সি ভি আনন্দ বোস

By

Published : Aug 16, 2023, 6:58 AM IST

Updated : Aug 16, 2023, 7:12 AM IST

কলকাতা, 16 অগস্ট: গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার রাতে রাজভবন থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বৈঠক আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে ৷ আজ বিকেল পাঁচটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টরুমে এই বৈঠকটি হবে বলে সূত্রের খবর ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না-থাকা সহ একাধিক ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠছে ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেছেন বাম ছাত্র আন্দোলনের অন্যতম মুখ সৃজন ভট্টাচার্য ৷ অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ধরনায় বসবে তৃণমূল ছাত্র পরিষদ ৷

এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় নিয়ে একাধিক প্রশ্নের উত্তরে দ্রুত সমস্যা সমাধানের আভাস দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন সাংবাদিকদের তিনি বলেন, "অন্ধকার থাকলে আলো থাকবেই ৷ দ্রুত সমস্যার সমাধান হবে ৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ শীঘ্রই সবকিছু জানা যাবে ৷" রাজ্যপালের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে রাজভবনের তরফে বুধবারের বৈঠক ডাকার বিষয়টি জানানো হয় ৷

তার আগে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এসএফআই ৷ তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একাধিক তথ্য পেশ করেছে ৷ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সর্বোপরি শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তারা সুর চড়িয়েছে ৷ এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে প্রতিকুর রহমানদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে চলতে থাকা দড়ি টানাটানির ফল পড়ুয়া ভুগতে হচ্ছে ৷ এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁরা কোনওভাবেই এই দায় এড়িয়ে যেতে পারেন না ৷

আরও পড়ুন: মমতার নির্দেশে যাদবপুর নিয়ে বুধে ধরনা তৃণমূল ছাত্র পরিষদের

বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য বলেন, "এসএফআই নিরাপত্তায় বিশ্বাস করে নজরদারিতে নয় ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি আছে ৷ আরও বসানোর দরকার হলে হোক । আমাদের আপত্তি নেই ৷ আলোচনা হোক ৷ কিন্তু সিসিটিভি বসালেই যে সব সমস্যার সমাধান হবে এবং সব অসামাজিক কাজ বন্ধ হবে এমনটা ভাবার কোনও কারণ নেই ৷"

Last Updated : Aug 16, 2023, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details