কলকাতা, 16 ফেব্রুয়ারি: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (DA) সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷ এই বিষয়ে বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা ৷ সেখান থেকে বেরিয়ে এসে তাঁরা এই কথা জানিয়েছেন ৷
এদিন বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথমঞ্চের চার সদস্য রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ ওই চারজন হলেন, তাপস চক্রবর্তী, অনিরুদ্ধ ভট্টাচার্য, দীপল বিশ্বাস ও সন্দীপ ঘোষ৷ তাঁদের পাশে থাকতে চেয়ে ওই প্রতিনিধি দলে সামিল হয়েছিলেন রানাঘাটের সাংসদ বিজেপির জগন্নাথ সরকার (BJP MP Jagannath Sarkar) ৷ সরকারি কর্মীরা তাঁদের দাবিপত্র-সহ একটি চিঠি দেন রাজ্যপালকে । সরকারি কর্মীরা জানান, রাজ্যপাল এই বিষয়টি দেখবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন । এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবেন বলেও তাঁদের জানিয়েছেন ।
অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, "আমরা পুরো বিষয়টা রাজ্যপালের সামনে তুলে ধরেছি । ওঁর এটা অমানবিক বলে মনে হয়েছে । চলতি মাসের 14 তারিখ আমরা রাজ্যপালকে এই বিষয় তাঁর হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি দিয়েছিলাম । এই রাজ্যে সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করা হচ্ছে । অন্যদিকে দিল্লির বঙ্গভবনে সরকারি কর্মীরা কেন্দ্র সরকারের হারে ডিএ পাচ্ছে এবং সেটা স্থায়ী অর্ডার ৷ বাকি সবধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন তাঁরা ।’’