পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ, ভিসির কাছ থেকে রিপোর্ট তলব রাজ্যপালের - রাজ্যপাল সিভিআনন্দ বোস

বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভিআনন্দ বোস । এবার এই নিয়ে বিশ্বভারতীর নতুন ভাইস চ্যান্সেলরের কাছ থেকে রিপোর্ট চাইলেন চাইলেন তিনি ।

ETV Bharat
রাজ্যপাল

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 11:01 PM IST

Updated : Nov 17, 2023, 11:06 PM IST

কলকাতা, 17 নভেম্বর:আগেই বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এবার এই নিয়ে বিশ্বভারতীর নতুন ভাইস চ্যান্সেলরের কাছ থেকে রিপোর্ট চাইলেন চাইলেন তিনি । রাজভবন সূত্র থেকে জানা গিয়েছে, রাজ্যপাল বোস বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসাবে তাঁর পদমর্যাদায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের প্রস্তাবিত পদক্ষেপের বিষয়ে ভাইস চ্যান্সেলরের কাছ থেকে একটি রিপোর্ট তলব করেছেন ।

বিশ্বভারতীর ইউনেস্কো মর্যাদার প্রাপ্তির পর যে ফলক তৈরি করেছেন সেই ফলকে অবিলম্বে রবীন্দ্রনাথকে স্থান দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি । রাজ্যপাল ইতিমধ্যেই বলেছেন যে "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বাংলার মানুষের এমন কিছু মূল্যবোধ আছে যার সঙ্গে আপোস করা যায় না । প্রত্যক ভারতীয়র হৃদয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আলাদা আবেগ ও সম্মান রয়েছে । সেই সম্মানের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন ।"

আর এই কারণেই তাঁর আবেদন, বিশ্বভারতী কর্তৃপক্ষ যেন নতুন ফলকে রবীন্দ্রনাথকে ফিরিয়ে এনে কবিগুরুকে সঠিক সম্মান দেয় । একই সঙ্গে তিনি বিশ্বভারতীর উত্তর গেটকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করার জন্যও আবেদন জানিয়েছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে ।

উল্লেখ্য, বিশ্বভারতীর ইউনেস্কো মর্যাদার প্রাপ্তির পর বিশ্বভারতীয় কয়েকটি জায়গায় যে ফলক বসানো হয়েছিল তা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ কারণ সেই ফলকগুলিতে প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদির নাম ও প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও নাম নেই স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৷ আরএই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে ৷ রাজ্যপালের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ পৌঁছেছে ৷ বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসেবে তিনি এই বিষয়ে তাি রিপোর্ট চেয়ে পাঠালেন ৷

আরও পড়ুন:

  1. হাইকোর্টে আপাতত স্বস্তি বিদ্যুৎ চক্রবর্তীর, বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ পুলিশকে
  2. মহর্ষির শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় বিশ্বভারতীর বিতর্কিত ফলক, উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Last Updated : Nov 17, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details