পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিরাপত্তার নির্দেশ রাজ্যপালের - বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়

Governor CV Anand Bose: বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Anand Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 6:35 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে নবান্নে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বুধবার রাজভবন থেকে নবান্নে চিঠি পৌঁছেছে । রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজ্যপালের স্পষ্ট জানিয়েছেন, দ্রুত বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । তবে, বুধবারের চিঠি প্রথম নয় । একই ইস্যুতে সপ্তাহখানেক আগেও রাজভবন থেকে নবান্নে চিঠি পাঠানো হয়েছিল । কিন্তু সূত্রের দাবি, রাজভবনের চিঠিকে বিশেষ আমল দেয়নি নবান্ন । যে কারণে বুধবার আবারও নবান্নকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল ।

চিঠিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, দ্রুত বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আঁটোসাঁটো করতে হবে । কারণ, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর ও উপাচার্যকে নিগ্রহের হুমকি দেওয়ার অভিযোগ পেয়েছেন রাজ্যপাল । সূত্রের দাবি, উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার রাজভবনকে ইমেল করে নিরাপত্তার দাবি জানিয়েছেন । তার ভিত্তিতে এই পদক্ষেপ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

হুমকি, বিক্ষোভ, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার আশংকায় প্রায় চার দিন বন্ধ রাখা হয়েছিল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম । মূলত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে । এমনকী একটা ভিডিয়ো বার্তাও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে । আপাতত সেই পরিস্থিতি কাটিয়ে সচল অবস্থায় ফেরার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই কাজে বিশ্ববিদ্যালয়ের আবেদনমতো নিরাপত্তার নির্দেশ দিয়ে সাহায্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এ বিষয়ে মতামত গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি । তাঁর মোবাইল নাম্বারটি পরিসীমা সেবার বাইরে বলে জানানো হয় ।

উল্লেখ্য, চলতি বছরে 253টি বেসরকারি বিএড কলেজকে পড়ুয়া ভর্তির অনুমোদন দেয়নি এই বিশ্ববিদ্যালয় । যা নিয়ে আইনি লড়াইও চলছে । এরই মধ্যে হুমকির বার্তায় ভয়ে আছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এর ফলে নিয়মিত কাজের সমস্যা হচ্ছে বলে খবর ।

আরও পড়ুন:

  1. রাজভবনের উত্তর গেটের নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক', শান্তিনিকেতনে জানালেন রাজ্যপাল
  2. রাজ্যের কাছে আবারও হেলিকপ্টার চেয়ে পেলেন না রাজ্যপাল, ট্রেনেই বোলপুর সফর আনন্দ বোসের
  3. বাংলা-সহ 8 রাজ্যের লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় রাজ্যপাল, আসছেন শান্তিনিকেতনে

ABOUT THE AUTHOR

...view details