পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor message to Nabanna: বিতর্কের মাঝেই সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতার বার্তা রাজ্যপালের - পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Union MoS Home Nisith Pramanik) উপর হামলা নিয়ে কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রবিবারের সেই বিবৃতির পর তাঁকে একাধিক তৃণমূল (Trinamool Congress) নেতার সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ মঙ্গলবার তিনি নবান্নের সঙ্গে গঠনমূলক সহযোগিতার বার্তা দিয়েছেন ৷

Governor CV Ananada Bose
Governor CV Ananada Bose

By

Published : Feb 28, 2023, 4:52 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: রবিবারের কড়া প্রতিক্রিয়ার পর মঙ্গলবার রাজ্যপাল নিজের মুখে জানিয়ে দিলেন, নবান্নের সঙ্গে গঠনমূলক সম্পর্কের পক্ষেই তিনি ।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজভবনে অধ্যক্ষদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। সেখানেই সাংবাদিকদের তরফ থেকে বারবার সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হয় রাজ্যপালকে । তখনই রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক যেমন গঠনমূলক হবে, তেমনই তা পারস্পরিক আদান-প্রদান ও বোঝাপড়ার মধ্যে দিয়েই এগিয়ে যাবে ।

সেই সময় রাজ্যপালের পাশেই বসে থাকা রাজ্যের শিক্ষামন্ত্রীও জানিয়েছেন, আজকের আলোচনার ভিত্তিতে বলাই যায় বিভিন্ন মহল থেকে যদি কোনও উস্কানি থেকে থাকে বা কোনও ক্ষোভ-বিক্ষোভ থেকে থাকে, সেসব এখন অতীত । তাঁদের মধ্যে পারস্পরিক আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে । এক্ষেত্রে নবান্ন, রাজভবন ও বিকাশ ভবন একসঙ্গে কাজ করবে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আদালতের রায় জটিলতা তৈরি হয়েছিল । এই জটিলতা কাটাতেই মঙ্গলবার উপাচার্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল (Governor Meeting with Vice Chancellors) । সেখানে যাঁদের নিয়ে জটিলতা ছিল, তাঁরা সকলেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাজ্যপাল তাঁদের হাতেই আগামী তিন মাসের জন্য অস্থায়ী উপাচার্যের দায়িত্ব অর্পণ করেছেন ।

জানা গিয়েছে, এই সময়ের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করা হবে ৷ এই সার্চ কমিটি যে 24টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়ে জটিলতা রয়েছে, সেখানে নতুন উপাচার্য নিয়োগ করবে । এই 24 জন উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পদে থাকার জন্য যে নিয়োগ, তাতে রাজ্যপালের স্বাক্ষর ছিল না ৷ এদিনের এই বৈঠকের পর বৈধভাবেই ওই উপাচার্যরা আগামী তিন মাস নিজের নিজের বিশ্ববিদ্যালয়ে কাজ চালিয়ে যেতে পারবেন । আর তাঁদের পদে থাকার ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না ।

এদিন রাজভবনে 24 জন উপাচার্যের মধ্যে সাতজন উপস্থিত ছিলেন । রাজ্যপাল তাঁদের সবাইকে আগামী তিন মাসের জন্য এক্সটেনশন দিয়েছেন । শুধু তাই নয়, প্রাক্তন রাজ্যপাল এই সাত জন উপাচার্যের নিয়োগের ক্ষেত্রে সই করেননি ৷ কিন্তু এদিন সিভি আনন্দ বোস বলেছেন, এরা যথেষ্ট যোগ্য । সেই জায়গা থেকে দাঁড়িয়েই গত কয়েকদিন ধরে চলা রাজ্য এবং রাজ্যপাল সংঘাত একটা নতুন মাত্রা পেল ।

প্রসঙ্গত, কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Attack on Nisith Pramanik Convoy) পরিপ্রেক্ষিতে গত রবিবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল ৷ তার পর তাঁকে বিজেপির ক্যাডার বলে নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস ৷ তার পর মঙ্গলবার রাজ্যপালের তরফে এই সহযোগিতার বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এদিন বাংলায় 355 ধারা জারি নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হয়েছিল ৷ জবাবে রাজ্যপাল জানান, 355 হল 354-এর পরের একটা সংখ্যা । ফলে এখনই স্পষ্ট নয় নবান্ন ও রাজভবনের সম্পর্ক কোন পথে এগোবে ৷

আরও পড়ুন:পদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত রাজ্যপালের, নিশীথ-কাণ্ডে মত শোভনের

ABOUT THE AUTHOR

...view details