পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র মুখপাত্রের মতো মন্তব্য করছেন রাজ্যপাল : ফিরহাদ হাকিম - governor jagdeep dhankhar tweets

গতকালের টুইট প্রসঙ্গে রাজ্যপালকে আক্রমণ ফিরহাদ হাকিমের । ফিরহাদের কটাক্ষ, একজন BJP মুখপাত্রের মতো কথা বলছেন রাজ্যপাল ।

ছবি
ছবি

By

Published : Apr 21, 2020, 11:46 PM IST

কলকাতা, 21 এপ্রিল : রাজ্যের বর্তমান পরিস্থিতি, রেশন ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বন্টন সহ একাধিক ইশুতে গতকাল টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সেই ইশুতেই রাজ্যপালকে কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের । তিনি বলেন,"এই পরিস্থিতিতে BJP-র মুখপাত্রের মতো মন্তব্য করছেন রাজ্যপাল । BJP নেতারা যে মন্তব্য করছেন, রাজ্যপালের চেয়ারে বসে সেই মন্তব্য ঠিক নয় ।"

গতকাল রাজ‍্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল। একইসঙ্গে রেশন বন্টন ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যপালের এই টুইট প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যপাল BJP-র মুখপাত্রের মতো কথা বলছেন । এটি কখনওই ঠিক নয়। রাজ্যপাল নিরপেক্ষ হয়ে কাজ করবেন । রাজ্যের উন্নয়ের জন্য কাজ করবেন। দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই সময়টা মানুষের পাশে দাঁড়ানোর সময়। মুখ্যমন্ত্রী মানুষের মাঝখানে যাচ্ছেন, কীভাবে মানুষকে বাঁচাবেন সেই নিয়ে মিটিং করছেন। আর রাজ্যপাল সাংবাদিকদের নিয়ে একটি প্রেস কনফারেন্স করলেন । আবার রাজভবনে চলে গেলেন। রাজ্যপালের উচিত ছিল এই সময় রাজ্যে সরকারকে সমর্থন করা । রাজ্য সরকারের পাশে দাঁড়ানো। তা না করে এই সময় BJP যে কথা বলছে, সেকথা রাজ্যপালের মুখে । রাজ্যপালের চেয়ারে বসে এই ধরনের কথা বলা যায় না ।"

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল । এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল রাজ্যে এসেছে কি না জানা নেই। যদি এসে থাকে তাহলে তার হিসেব অবশ্যই আছে রাজ্য সরকারের কাছে। সময়মতো রাজ্য সরকার নিশ্চয়ই হিসেব দেবে। তাই রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের এধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

ফিরহাদ আরও বলেন, "আপনি রাজ্যপাল । আপনার যদি তথ্য জানার থাকে, মুখ্যসচিবের থেকে তথ্য নিন। ইচ্ছে করলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে পারেন। তার মানে এই নয় প্রকাশ্যে টুইট করে এই ধরনের মন্তব্য করবেন। এই ধরনের টুইট করে মানুষকে উসকে দেওয়া, রাজ্যপালকে মানায় না। এধরনের কাজ বিরোধীরা করে । রাজ্যপাল নয়। উনি 'মাই গভর্নমেন্ট' বলে সম্বোধন করবেন, আবার সেই গভর্নমেন্টকেই প্রকাশ্যে কটাক্ষ করবেন তা ঠিক নয়।"

ABOUT THE AUTHOR

...view details