কলকাতা, 10 এপ্রিল:একই দিনে পরপর দু'বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যিনি পদাধিকার বলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের আচার্যও বটে ৷ তবে সোমবার তাঁর দ্বিতীয়বার এই বিশ্ববিদ্যালয় সফর খুব একটা সুখকর হল না ৷ এদিন দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ৷
জানা গিয়েছে, এদিন দুপুরে যখন এই বিশ্ববিদ্যালয়ে যান আচার্য বোস, তখন সেখানে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্র সংগঠন ডিএসও-এর সদস্যরা ৷ তখনই রাজ্যপালকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ৷ উল্লেখ্য, এর আগে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে না-জানিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলেন রাজ্যপাল ৷ যদিও দ্বিতীয়বার তিনি যখন সেখানে যান তখন প্রোটোকল মেনেই তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷
রাজ্যপালকে লক্ষ্য করে এদিন গো-ব্যাক স্লোগান কেন দেওয়া হল সেই প্রসঙ্গে বিক্ষোভকারীরা জানান, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে এই পদক্ষেপ ৷ এক্ষেত্রে রাজ্যপাল যেহেতু কেন্দ্রের প্রতিনিধি তাই তাঁর সামনেই এই বিক্ষোভ দেখানো হয় ৷ এরপর কলেজস্ট্রিট চত্বরে একটি মিছিলও করেন ডিএসও সদস্যরা ৷