পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল, নজর নিরাপত্তায় - Gangasagar Mela 2024

Governor to visit Gangasagar Mela: বুধবার সকালে সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 12:36 PM IST

Updated : Jan 9, 2024, 1:35 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । আগামিকাল সকাল 9টা নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে চেপে রওনা দেবেন তাঁরা । তার আগে আজ বিকেলে রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা রওনা দেবেন । রাতের মধ্যে তাঁরা সাগর মেলায় গিয়ে পৌঁছবেন ।

মঙ্গলবার রাজভবন সূত্রের দাবি, গতকালই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে রাজ্যপালের গঙ্গাসাগর ভ্রমণের বিস্তারিত তথ্য ও নিরাপত্তা সুনিশ্চিতকরণের বিষয়ে জানানো হয়েছে । এ দিকে, গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাজভবন থেকে নবান্নের কাছে হেলিকপ্টার না চাওয়া হলেও ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল । রাজ্যপালের সেই ইচ্ছাকে সম্মান জানিয়েছে নবান্ন । যদিও এর আগে বহুবার হেলিকপ্টার চেয়ে পায়নি রাজভবন । তবে সন্দেশখালি কাণ্ডে কড়া মনোভাব ও ভিসি নিয়োগে দ্বন্দ্বের মধ্যেও রাজ্যপালকে হেলিকপ্টার প্রদানে রাজভবন ও নবান্নের মধ্যে সম্পর্ক কিছুটা মসৃণ হয়েছে বলে মনে করছে অভিজ্ঞমহল ।

রাজ্যপাল বুধবার পৌঁছে সে দিনই রাতে কলকাতায় ফিরে আসবেন বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷ গঙ্গাসাগরে পরিস্থিতি বুঝে পুণ্যস্নানও সারতে পারেন রাজ্যপাল । একইভাবে কপিলমুনির আশ্রম ঘুরে দেখতে পারেন তিনি ।

সস্ত্রীক রাজ্যপাল, ছবি সৌজন্য: রাজভবন

আইএএস অফিসার হিসেবে রাজ্যে বেশ কয়েক বছর কাজ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । একাধিক জেলা বা তীর্থস্থান ভ্রমণ বা পুজো দেওয়ার অভিজ্ঞতা থাকলেও এই প্ৰথম তিনি গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন । তাও আবার সপরিবারে । রাজ্যপালের স্ত্রী ও ছেলে তাঁর সঙ্গে থাকবেন ।

এর আগে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়, কেশরীনাথ ত্রিপাঠীরা গঙ্গাসাগর মেলায় গিয়েছেন । সে সব সময়ের মতো এ বারেও রাজ্যপালের কড়া নিরাপত্তা সুনিশ্চিত করচে বলা হয়েছে । কারণ, গঙ্গাসাগরে পুণ্যস্নানে লাখ লাখ পুণ্যার্থী এই সময়ে ভিড় করেন । এ রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও লাখ লাখ মানুষ এই সময়ে গঙ্গাসাগরে যান ।

আরও পড়ুন:

  1. গঙ্গাসাগরে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ভারত সেবাশ্রম সংঘে করলেন আরতি
  2. কুম্ভমেলা সবরকম সাহায্য পেলেও কেন্দ্রীয় বঞ্চনার শিকার গঙ্গাসাগর, আক্ষেপ মুখ্যমন্ত্রীর
  3. নিরাপত্তার চাদরে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা, আজই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Last Updated : Jan 9, 2024, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details