কলকাতা, 5 অগস্ট: আবারও রাজ্যে-রাজ্যপাল সংঘাতের আবহাওয়া তৈরি হল। কারণ, নবান্নের পাঠানও আরও একটি ফাইল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বন্দি মুক্তি সংক্রান্ত একটি ফাইল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল, এমনটাই খবর। কোন বন্দির মুক্তি কোন যুক্তিতে সে বিষয়ে জানতে চেয়েই নবান্নের পাঠানো ফাইল ফেরত পাঠানো হয়েছে বলেই শনিবার রাজভবন সূত্রে জানা গিয়েছে।
প্রতিবছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের আগে বিভিন্ন সংশোধনাগারে থাকা সাজাপ্রাপ্ত বন্দিদের বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে মুক্তি দেওয়া হয়ে থাকে । রাজ্য সরকারের তরফে তৈরি করা সেই নামের তালিকা নিয়ম অনুযায়ী পাঠানো হয় রাজভবনে । রাজ্যপালের স্বাক্ষরের পর সেই তালিকা অনুযায়ী বন্দিদের মুক্তি দেওয়া হয় । কিন্তু এবছর নবান্নের তৈরি করা তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফ। বলা ভালো তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । কোন যুক্তির ভিত্তিতে কোন কোন বন্দিকে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।