পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

State And Governor Conflict: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ! বন্দি মুক্তি সংক্রান্ত ফাইল ফেরত পাঠাল রাজভবন

বন্দি মুক্তি সংক্রান্ত রাজ্য সরকারের পাঠানো ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মুক্তির কারণ জানতে চেয়ে ফাইল ফেরত পাঠানো হয়েছে বলে খবর ৷

ETV Bharat
রাজ্যপাল

By

Published : Aug 5, 2023, 9:54 PM IST

Updated : Aug 5, 2023, 11:07 PM IST

কলকাতা, 5 অগস্ট: আবারও রাজ্যে-রাজ্যপাল সংঘাতের আবহাওয়া তৈরি হল। কারণ, নবান্নের পাঠানও আরও একটি ফাইল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বন্দি মুক্তি সংক্রান্ত একটি ফাইল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল, এমনটাই খবর। কোন বন্দির মুক্তি কোন যুক্তিতে সে বিষয়ে জানতে চেয়েই নবান্নের পাঠানো ফাইল ফেরত পাঠানো হয়েছে বলেই শনিবার রাজভবন সূত্রে জানা গিয়েছে।

প্রতিবছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের আগে বিভিন্ন সংশোধনাগারে থাকা সাজাপ্রাপ্ত বন্দিদের বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে মুক্তি দেওয়া হয়ে থাকে । রাজ্য সরকারের তরফে তৈরি করা সেই নামের তালিকা নিয়ম অনুযায়ী পাঠানো হয় রাজভবনে । রাজ্যপালের স্বাক্ষরের পর সেই তালিকা অনুযায়ী বন্দিদের মুক্তি দেওয়া হয় । কিন্তু এবছর নবান্নের তৈরি করা তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফ। বলা ভালো তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । কোন যুক্তির ভিত্তিতে কোন কোন বন্দিকে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন: বিজেপির হার চেয়েও 'ইন্ডিয়া'র ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসইউসিআইয়ের

কিন্তু এই সংঘাতের মধ্যেই নতুন করে বা তালিকায় নাম থাকা বন্দিদের বিষয়ে বিস্তারিত তথ্য তৈরি করে পুনরায় নবান্ন থেকে রাজভবনে পাঠানো নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে । কারণ 15 অগস্টের আগে হাতে মাত্র 9 দিন সময় রয়েছে ৷ এরমধ্যে দ্রুত রাজ্যপালের কাছে পুনরায় ফাইল পাঠানো সম্ভব হবে কি সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ! এবছর স্বাধীনতা দিবসের আগে 71 জন বন্দির মুক্তির সুপারিশ করেছে রাজ্য সরকার। তার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলে বন্দি তাকে বিদেশিদের মধ্যে 16 জনের নাম সুপারিশ করা হয়েছে । সেই ফাইল পাঠানো হয়েছে রাজভবনে । যদিও তা আবার ফেরত পাঠানো হয়েছে বলে খবর । ওই সমস্ত বন্দির বিষয়ে বিস্তারিত তথ্য দিলে তবেই ফাইলে স্বাক্ষর করা হয় বলে রাজভবনের তরফে রাজ্যকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Last Updated : Aug 5, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details