কলকাতা, 28 মে: জীবনকে আলোকিত করতে অধ্যাবশায়, ধৈর্য, পড়াশোনা, সাংস্কৃতিক মানসিকতার পাশাপাশি শারীরিক সুস্থতা এবং খেলাধূলার গুরুত্বও অনেকটাই ৷ এমনই মত রাজ্যপাল সিভি আনন্দ বোসের । রবিবার ভারতীয় জাদুঘরে আয়োজিত জি 20 সামিটের অধীন ওয়াই 20 সম্মেলনে এ কথা বলেন তিনি ৷
'স্বাস্থ্য, সুস্থতা এবং ক্রীড়া যুবদের জন্য এজেন্ডা' থিমে যুব সমাজের জন্য অনুপ্রেরণা মূলক কথা, তাঁদের জীবনকে আলোকিত করার জন্য প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং ধ্যানের অভিজ্ঞতা সঞ্চয়ে রবিবার সেমিনার অনুষ্ঠিত হয় । ব্রহ্মকুমারী এবং ভারতীয় জাদুঘরের সহযোগিতায় কলকাতায় শুরু হয়েছে ওয়াই 20 সামিট । কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক এবং ব্রহ্মকুমারীর যৌথ উপস্থাপনায় আয়োজিত এই সামিটের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
এ দিনের সেমিনারে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ভারতীয় তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ৷ জীবনে উৎকর্ষ সাধনের জন্য খেলাধূলা এবং সুস্থ ও ইতিবাচক মানসিকতার গুরুত্বের উপর জোর দেন তিনি ৷ দোলা বলেন, "আজকালকার বাচ্চারা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে । বাবা-মা দুজনেই কাজে যুক্ত থাকায় তাদের দিকে খেয়াল দিতে পারছেন না । অথচ সেই বাচ্চার ভবিষ্যতের জন্য কিন্তু দুজনেই লড়ে যাচ্ছেন । আর এ দিকে শিশু মোবাইল ভিডিয়ো গেমে বুঁদ হয়ে রয়েছে । এই পরিস্থিতির বদল ঘটাতে হবে ।"