কলকাতা, 15 এপ্রিল: "আমি বাংলাকে ভালোবাসি ৷ আমি বাংলার পুত্র হতে চাই ৷ আমি বাংলার অঙ্গ হিসাবে পরিচিত হতে চাই ৷" পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ঠিক এভাবেই বাংলায় ভাষণ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ তাঁর এই প্রয়াস মন কেড়ে নিল উপস্থিত দর্শক ও শ্রোতাদের ৷ তবে, একইসঙ্গে নজর কাড়ল আরও একটি বিষয় ৷ এর আগে যে রাজ্যপালের মুখে শোনা গিয়েছিল 'জয় বাংলা' স্লোগান, এদিন তিনি তাঁর ভাষণ শেষে বললেন, 'জয় পশ্চিমবঙ্গ, জয় হিন্দ' !
রাজ্যপাল আগেই ঘোষণা করেছিলেন, 1430 সনের প্রথম দিন থেকেই রাজভবন হয়ে যাবে জন রাজভবন ৷ অর্থাৎ, এবার থেকে নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে আমজনতা রাজভবনের ভিতর ঢুকতে পারবে ৷ এদিন সকালে নববর্ষ উপলক্ষে এনসিসি প্যারেড, সাইক্লিং প্রভৃতি হয় ৷ পরে পূর্ব ঘোষিত 'হেরিটেজ ওয়াক' অনুষ্ঠিত হয় ৷ আর সবশেষে ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে মিনিট পনেরোর জন্য উপস্থিত হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ আমন্ত্রিত অথিতিদের সঙ্গে আলাপ করেন তিনি ৷ সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বাংলায় ভাষণ দিতে শোনা যায় রাজ্যপালকে ৷ তাঁর রচিত প্রার্থনা মন্ত্র পাঠ করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ ৷ উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ৷