কলকাতা, 24 মে: সিভিল সার্ভিস পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁদের অভিনন্দন জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ বারের ইউপিএসসি-র পরীক্ষায় মেয়েদের অভূতপূর্ব সাফল্যে দারুণ খুশি তিনি ৷
মঙ্গলবার প্রকাশিত হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল ৷ 2022 সালের পরীক্ষায় 933 জন সফল হয়েছেন ৷ তাঁদের অভিনন্দন জানিয়ে বুধবার টুইট করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি লেখেন, "যাঁরা ভারতীয় সিভিল সার্ভিসে জায়গা করে নিয়েছেন তাঁদের জন্য আন্তরিক অভিনন্দন । এটি তাঁদের জন্য একটি সুযোগ যা তাঁরা জাতিকে তাঁদের সেরাটা দেওয়ার জন্য নিজের মতো করে তৈরি করেছেন । তাঁদের মঙ্গল কামনা করছি ।"
সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি বিশেষ ভাবে উল্লেখ করেছেন মেয়েদের সাফল্য়ের কথা ৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি তাঁদের অভিনন্দন জানাই যাঁরা 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং শীঘ্রই তাঁরা মর্যাদাপূর্ণ আইএএস, আইপিএস পরিবারের অংশ হবেন । আমি অত্যন্ত খুশি যে তাঁদের মধ্যে 34% নারী । প্রথম চারটি স্থানেই মহিলা থাকায় আমি একটি উজ্জ্বল এবং আরও সমান একটি সমাজের ব্যাপারে আরও আত্মবিশ্বাসী হয়েছি ৷"