পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Civil Services Exam 2022: সিভিল সার্ভিসে উত্তীর্ণদের অভিনন্দন রাজ্যপালের, মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত মমতা - সিভিল সার্ভিস পরীক্ষা

সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এই পরীক্ষায় মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Civil Services Exams 2022
Civil Services Exams 2022

By

Published : May 24, 2023, 4:44 PM IST

কলকাতা, 24 মে: সিভিল সার্ভিস পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁদের অভিনন্দন জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ বারের ইউপিএসসি-র পরীক্ষায় মেয়েদের অভূতপূর্ব সাফল্যে দারুণ খুশি তিনি ৷

মঙ্গলবার প্রকাশিত হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল ৷ 2022 সালের পরীক্ষায় 933 জন সফল হয়েছেন ৷ তাঁদের অভিনন্দন জানিয়ে বুধবার টুইট করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি লেখেন, "যাঁরা ভারতীয় সিভিল সার্ভিসে জায়গা করে নিয়েছেন তাঁদের জন্য আন্তরিক অভিনন্দন । এটি তাঁদের জন্য একটি সুযোগ যা তাঁরা জাতিকে তাঁদের সেরাটা দেওয়ার জন্য নিজের মতো করে তৈরি করেছেন । তাঁদের মঙ্গল কামনা করছি ।"

সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি বিশেষ ভাবে উল্লেখ করেছেন মেয়েদের সাফল্য়ের কথা ৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি তাঁদের অভিনন্দন জানাই যাঁরা 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং শীঘ্রই তাঁরা মর্যাদাপূর্ণ আইএএস, আইপিএস পরিবারের অংশ হবেন । আমি অত্যন্ত খুশি যে তাঁদের মধ্যে 34% নারী । প্রথম চারটি স্থানেই মহিলা থাকায় আমি একটি উজ্জ্বল এবং আরও সমান একটি সমাজের ব্যাপারে আরও আত্মবিশ্বাসী হয়েছি ৷"

সিভিল সার্ভিস পরীক্ষায় মেয়েদের সাফল্যের কথা তুলে ধরে মমতার বার্তা, নারীদের এগিয়ে আসতে হবে, তাঁদের এমন একটি মূল্যবোধ ব্যবস্থার উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে হবে, যেখানে একজন নারীকে হেনস্থা করার প্রতি উৎসাহ হারাবে মানুষ, যেখানে মানুষ গণধর্ষককে প্রশ্রয় দেওয়ার আগে দুবার ভাববে, যেখানে পুরুষরা নারীদের সঙ্গে খারাপ আচরণের আগে দু'বার ভাববেন ৷ সফল মহিলা প্রার্থীদের মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, "আপনারাই আমাদের শক্তি, যাঁরা আরও অল্প বয়স্ক মেয়েদের তাঁদের অধিকারের জন্য লড়াই করতে ও আগামী দিনে একটি শক্তিশালী ভারত তৈরির জন্য উত্সাহিত করবেন ৷"

মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষিত হয়েছে ৷ পরীক্ষায় প্রথম হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ঈশিতা কিশোর ৷ শুধু তিনি নন, পরীক্ষার প্রথম চারজনই মেয়ে ৷ গরিমা লোহিয়া, উমা হারাথি এন এবং স্মৃতি মিশ্র এই পরীক্ষায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছেন ৷

আরও পড়ুন:প্রথম দুবার প্রিলিমে ব্যর্থ, তৃতীয় প্রচেষ্টায় দেশের সেরা; সক্রিয় ক্রীড়াবিদ ঈশিতাকে জানুন

ABOUT THE AUTHOR

...view details