কলকাতা, 7 জুন: জল্পনা সত্যি করে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহাই ৷ দীর্ঘ টালবাহানার পর নবান্নর পাঠানো প্রস্তাবে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 31 মে রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসের শেষ দিন ছিল ৷ তার আগে থাকতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করেছিলেন ৷ সেই সংক্রান্ত ফাইল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হয়েছিল ৷ তবে এতদিন রাজ্যপাল তাতে স্বাক্ষর না-করায় চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি ৷ বুধবার, 7 জুন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে স্বাক্ষর করে রাজ্যে নির্বাচন কমিশনারের বিষয়ে অনুমোদন দিলেন ৷
রাজীব সিনহা যে নির্বাচন কমিশনার হতে পারেন তা নিয়ে কানাঘুষো চলছিল ৷ তারপর তৃণমূল সরকার এই নাম পাঠায় রাজ্যপালের কাছে ৷ তবে সিলমোহর দেওয়া নিয়ে রাজভবন বনাম নবান্ন টানাপোড়েন চলছিল ৷ এদিন তার অবসান হল ৷ এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হলে তার দায়িত্বে থাকবেন রাজীব সিনহা ৷ তিনি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে রয়েছেন ৷