কলকাতা, 1 অক্টোবর: ফের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করল রাজভবন । রবিবার 6টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ করেছেন আচার্য সিভি আনন্দ বোস । এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, মহাত্মা গান্ধি, আলিপুরদুয়ার, বিশ্ববাংলা,পঞ্চানন বর্মা-সহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য হলেন অচিন্ত সাহা ৷ মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক বিবি পাড়িদা ৷ কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে এলেন অধ্যাপক নিখিল চন্দ্র রায়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক দিলীপ মাইতি । তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও দেখা দিয়েছে বিতর্ক । কারণ ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসলেন প্রাক্তন আইপিএস সিএম রবীন্দ্রন ।
এর আগে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপাল বিবাদ দেখা দিয়েছিল । রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও যোগাযোগ না করেই একের পর এক উপাচার্য নিয়োগ করে চলেছেন আচার্য বোস । এই নিয়ে দু'পক্ষের মাঝে বিভিন্ন কটাক্ষের সুরও শোনা যায় । সেই বিতর্কের মাঝে আবারও উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল । অধ্যাপনার সঙ্গে জড়িত না থাকা ব্যক্তি কীভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করছেন, সেই প্রশ্ন তোলে শাসকপন্থী শিক্ষকেরা । এ দিনের নিয়োগের পর সেই প্রশ্ন আরও একবার প্রাসঙ্গিক হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ।