পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2023: বাঙালি সাজে কুণালের পুজোয় হাজির রাজ্যপাল, দিলেন অষ্টমীর অঞ্জলি

Guv visits Kunal Ghosh's Durga Puja: বাঙালি সাজে সাতসকালে কুণাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মিলনীতে হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে গিয়ে তিনি অষ্টমীর অঞ্জলি দেন ৷

Guv visits Kunal Ghosh's Durga Puja
কুণালের পুজোয় হাজির রাজ্যপাল

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 12:07 PM IST

কলকাতা, 22 অক্টোবর:তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের পুজোয় গিয়ে মহাষ্টমীর অঞ্জলি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রবিবাসরীয় সকালে পঞ্জাবি-পাজামা পরে বাঙালি সাজে রামমোহন সম্মিলনীর পুজোয় হাজির হন ৷ সেখানেই তিনি মহাষ্টমীর অঞ্জলি দেন ৷ তাঁকে স্বাগত জানান কুণাল ঘোষ ৷

রাজ্যপালের পদটা সাংবিধানিক হলেও ইদানিং রাজ্য ও রাজ্যপালের সংঘাত যেন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে । তবে পুজোর আবহে রাজ্যপালের আগমন নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ৷

অষ্টমীর অঞ্জলি দিলেন রাজ্যপাল

তিনি এ দিন বলেন, "রাজ্যপাল এসেছিলেন, এখানে অঞ্জলি দিয়েছেন ৷ এতে আমরা আনন্দিত । আমরা তাঁকে খোলা মনে স্বাগত জানিয়েছি । সবটাই একটা সৌজন্যের আবহে সম্পন্ন হয়েছে । এই নিয়ে অহেতুক কোনও মন্তব্য করতে চাইছি না ।"

যে কুণাল ঘোষকে রোজদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চোখাচোখা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায়, আজ তাঁর পাড়ার পুজোতেই হাজির হন রাজ্যপাল বোস । পঞ্জিকা মতে, আজকের দিনটা অষ্টমী । বাঙালির ঘরে ঘরে অষ্টমীর অঞ্জলি দেওয়াটা অতি পরিচিত রীতি । রাজ্যপাল যিনি নিজেকে বাংলার পালিত পুত্র বলে দাবি করেন, তিনি আজ বাঙালি রীতি মেনে অঞ্জলি দিলেন । আর অঞ্জলি দিতেই আজ তিনি সরাসরি পৌঁছে যান কুণাল ঘোষের পুজো রামমোহন সম্মিলনীতে ।

রামমোহন সম্মিলনীর পুজোয় রাজ্যপাল

আরও পড়ুন:নবমীতে মেঘলা, দশমী-একাদশী বৃষ্টিতে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

রামমোহন সম্মিলনীতে এ বারের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে সাগরকন্যা । মূলত সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের স্ত্রীদের অপেক্ষার আখ্যান পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার এই পূজা মণ্ডপটিতে । সেখানেই এ দিন অষ্টমীর অঞ্জলি দিতে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে তিনি দিলেন মহাষ্টমীর অঞ্জলি । তাঁর হাতে অঞ্জলির ফুল এগিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ এ দিন বেলা 11টা নাগাদ রাজ্যপাল পৌঁছে যান রামমোহন সম্মিলনীতে ৷ তখন অষ্টমীর অঞ্জলির প্রস্তুতি চলছিল । সেখানেই রাজ্যপাল আজ অষ্টমীর অঞ্জলি দিয়েছেন ।

কুণালের পুজোয় হাজির রাজ্যপাল

কয়েকদিন আগেই ব্যক্তিগত সাক্ষাতের জন্য রাজভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ ৷ সেখানে গিয়ে তাঁর পুজোয় আসার জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন তৃণমূল মুখপাত্র । সেদিক থেকে অষ্টমীর দিন কুণাল ঘোষের পুজোয় রাজ্যপালের আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । শুধু আসা নয়, সেখানে রাজ্যপালের অঞ্জলি দেওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

ABOUT THE AUTHOR

...view details