কলকাতা, 11 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় একটি কমিটি গঠনের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে কমিটি র্যাগিংয়ের বিরুদ্ধে তদন্ত করবে। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকালে জরুরি এক বৈঠকের ডাক দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানেই এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা ঢুকছে তাই সেই বিষয় কিছু আলোচনা উনি করেছেন। তবে এর সঙ্গে তিনি একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের অধীনে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। যারা এই র্যাগিং রুখতে কী পদক্ষেপ করা যেতে পারে, তার পলিসি নির্ধারণ করবেন।" তবে এর পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বোর্ড গঠন করা আছে ৷ তবে এ ধরনের নিয়ম চালু করার জন্য যে সুপারিশ পত্র দেওয়া উচিত সেটা দেবে কে? কারণ এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় না আছে স্থায়ী উপাচার্য, না আছে সহ-উপাচার্য।" এছাড়াও বহুদিন যে ছাত্র ভোট তা হচ্ছে না তার ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিষয়গুলি অত্যন্ত দুর্বল হয়ে আছে বলে রাজ্যপালকে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন।