পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor CV Ananda Bose: র‍্যাগিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে কমিটি গঠন রাজ্যপালের, নেতৃত্বে রবীন্দ্রভারতীর উপাচার্য

CV Ananda Bose formed committee against ragging: যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনাকে কেন্দ্র করে একটি কমিটি গঠনের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যারা র‍্যাগিংয়ের বিরুদ্ধে তদন্ত করবে। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকালে জরুরি এক বৈঠকের ডাক দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Etv Bharat
কমিটি গঠন রাজ্যপালের

By

Published : Aug 11, 2023, 8:15 PM IST

Updated : Aug 11, 2023, 8:34 PM IST

কলকাতা, 11 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় একটি কমিটি গঠনের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে কমিটি র‍্যাগিংয়ের বিরুদ্ধে তদন্ত করবে। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকালে জরুরি এক বৈঠকের ডাক দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানেই এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা ঢুকছে তাই সেই বিষয় কিছু আলোচনা উনি করেছেন। তবে এর সঙ্গে তিনি একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের অধীনে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। যারা এই র‍্যাগিং রুখতে কী পদক্ষেপ করা যেতে পারে, তার পলিসি নির্ধারণ করবেন।" তবে এর পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বোর্ড গঠন করা আছে ৷ তবে এ ধরনের নিয়ম চালু করার জন্য যে সুপারিশ পত্র দেওয়া উচিত সেটা দেবে কে? কারণ এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় না আছে স্থায়ী উপাচার্য, না আছে সহ-উপাচার্য।" এছাড়াও বহুদিন যে ছাত্র ভোট তা হচ্ছে না তার ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিষয়গুলি অত্যন্ত দুর্বল হয়ে আছে বলে রাজ্যপালকে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন।

আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আটক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

প্রসঙ্গত সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় যে অস্থায়ী উপাচার্য কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল তাঁকে পদত্যাগ করারও নির্দেশ দেন তিনি। ফলে এই মুহূর্তে আবারও অভিভাবকহীন হয়ে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে গতকাল স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনার জন্য সন্ধ্যার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আসেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় এসে ফের হিংসা নিয়ে সরব হন তিনি। তবে এইসব ঘটনার জন্য রাজ্যপালকেই দায়ী করেছেন শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু।

Last Updated : Aug 11, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details