কলকাতা, 30 সেপ্টেম্বর: রাজভবনের অন্দরমহলে নজরদারির অভিযোগ আগেই তুলেছিলেন ৷ এবং যার জেরে রাজভবনের ভিতরের নিরাপত্তার দায়িত্ব থেকে কলকাতা পুলিশকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নজরদারির অভিযোগ তুললেন রাজ্যপাল।
শনিবার বিকেলে রাজভবনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। রাজ্যপালই তাঁকে শপথবাক্য পাঠ করান। সেই অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের দিকে এগিয়ে এসে রাজ্যপাল আনন্দ বোস রাজ্য সরকারের উপর নজরদারির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন ৷ ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়কের রাজভবনে শপথ অনুষ্ঠান শেষে স্ংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন রাজ্যপাল ৷ রাজ্যপাল এদিন বলেন, "রাজভবনের বাইরে প্রচুর হিংসার ঘটনা এবং ভিতরে লেন্স (নজরদারি) রয়েছে ৷" 'লেন্স'-এর মধ্যে দিয়ে তিনি যে ব্যঙ্গের সুরে নজরদারি চালানোকেই বুঝিয়েছেন তা একরকম স্পষ্ট ৷ একই সঙ্গে তিনি বলেন, "রাজভবনে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই শপথ অনুষ্ঠানটি অনেক ইতিবাচক বার্তা বহন করেছে ৷"