কলকাতা, 4 সেপ্টেম্বর: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ইতিমধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি শুভ্রকমল মুখোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দায়িত্বভার গ্রহণ করেছেন । রবিবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, সেই তালিকায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও আছে । আর অন্তরবর্তী উপাচার্য হিসেবে শুভ্রকমল মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল ।
এর আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি উপাচার্যের কাজ করছিলেন না বলে অভিযোগ ওঠে । তারই প্রেক্ষিতে শুভ্রকমল মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি বাড়িতে বসেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম করছেন । বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই সেখানে যাচ্ছেন না বলে দাবি করেন । শাসকদলের থেকেও চাপ আসছিল বলে তিনি অভিযোগ করেন । যদিও সে বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শাসকদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দেন ।
উল্লেখ্য, শুভ্রকমল মুখোপাধ্যায় ছিলেন কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি । তাঁকে রাজ্যপাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করার পরই উঠেছিল প্রশ্ন । উপাচার্য নিরাপত্তার অভাববোধ করার অভিযোগ করেছিলেন । তিনি অভিযোগ করেন যে, তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে ইস্তফা দিতে জোর করছেন । তবে এই সব কিছুই হয়নি বলেই স্পষ্ট জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।