জলপাইগুড়ি, 5 অক্টোবর: বন্যা কবলিত এলাকার ত্রাণশিবিরে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পেয়ে 100 দিনের কাজ চালুর দাবি জানালেন বানভাসিরা । রাজভবন থেকে বানিভাসি পরিবারপিছু 1000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল । বৃহস্পতিবার জলপাইগুড়ির সদর ব্লকের রংধামালির বন্যা কবলিত এলাকায় ত্রাণশিবিরে তিনি মিষ্টি বিতরণ করেন ।
বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তা নদীর চরের রংধামালি এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বাগডোগরা বিমানবন্দরে নেমে কালিম্পঙের 10 নং জাতীয় সড়ক পরিদর্শন করার পর তিনি সোজা চলে যান জলপাইগুড়িতে।
রংধামালি তিস্তা চরে বসবাসকারী মানুষজনের সঙ্গে কথা বলেন রাজ্যপাল ৷ কোলে তুলে নেন গ্রামের শিশুদের ৷ মঙ্গলবার আচমকা গ্রামে ঢুকে পড়ায় তিস্তা নদীর জলে বানভাসি হয় বহু পরিবার ৷ ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলির সদস্যদের সঙ্গে আজ কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর সঙ্গে থাকা জেলা প্রসাশনের আধিকারিকদের তিনি নির্দেশ দেন, ক্ষতিগ্রস্ত পরিবারপিছু রাজভবন থেকে এক হাজার টাকা করে সাহায্য পাঠানো হবে ৷ বিডিও অফিস থেকে সেই অর্থ সংগ্রহ করে তা দুর্গতদের হাতে পৌঁছে দিতে বলেন তিনি ৷